Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইন সহায়তা কার্যক্রমে জড়িতরা সদকায়ে জারিয়ার সওয়াবের অধিকারী -কুমিল্লা জেলা ও দায়রা জজ

| প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সাদিক মামুন, কুমিল্লা থেকে : কুমিল্লা জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বেগম জেসমিন আরা বেগম বলেছেন, সরকারি আইন সহায়তা কার্যক্রম বর্তমান সরকারের একটি যুগোপযোগী মহৎ উদ্যোগ। এ কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছেন তারা সকলে সৃষ্টিকর্তার পথে অসহায়দের সাহায্য করার জন্য কাজ করছেন। ফলে এটি সদকায়ে জারিয়ার মত সওয়াব দেবে। আর এ কার্যক্রমের জড়িতরা ওই সওয়াবের অধিকারী। তিনি সরকারি আইনগত সহায়তা কার্যক্রমকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরমার্শ দেন। গতকাল সোমবার বিকেলে কুমিল্লা জেলা ও দায়রা জজ এজলাসে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে প্যানেল আইনজীবীদের সাথে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিগ্যাল এইড কার্যক্রমকে আরও উন্নত ও যুগোপযোগী করার জন্য সভায় বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আজিজ আহমদ ভূঞা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হেমায়েত উদ্দিন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র জেল সুপার জাহানারা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ ইসমাইল, পাবলিক প্রসিকিউটর মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মোঃ ছিদ্দিকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নুরুর রহমানসহ প্যানেল আইনজীবীগণ। সভায় সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের উপর মূলপ্রবন্ধ উপস্থাপন ও সভা পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ ফারহানা লোকমান। সভায় প্যানেল আইনজীবীগণ লিগ্যাল এইডের মামলা পরিচালনা ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা, সমস্যা ও আইনগত সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করতে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ