Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সাঁথিয়ায় বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনা জেলার সাঁথিয়া থানার নাড়িয়া গদাই বাজারের মজিবর রহমানের মুদি দোকানের পিছন থেকে ১টি বিদেশি রিভলভার ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১২।আজ সোমবার সকাল ৯টার দিকে রিভলভার ও গুলি উদ্ধার করে র‌্যাব।
ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-২ এর উপ-পরিচালক শেখ মনিরুজ্জামান, পিএএম এর নেতৃত্বে পাবনা জেলার সাঁথিয়া থানার নাড়িয়া গদাই বাজারের জনৈক মজিবর রহমানের মুদি দোকানের পিছনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ টি বিদেশি রিভলভার ও ৫ রাউন্ড পয়েন্ট ২২ বোর রিভলভারের গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ