Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমি অফিসে দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে -অতিরিক্ত জেলা প্রশাসক

| প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাবেরা আকতার ভূমি অফিসে দূর্নীতি-অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে বলেছেন, ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় ধরণের অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটছে। এসব দূর্নীতিবাজদের বিরুদ্ধে তিনি সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। তিনি আরো বলেন, ৪৫দিনে ভূমি নামজারি না হয়ে একদিন পার হলে, কোন কর্মকর্তা-কর্মচারি নামজারিসহ অন্যান্য ক্ষেত্রে ভূমি মালিকদের কাছে ৫শ’ থেকে ৬শ’ টাকা দাবি, ৪টি তহশীল অফিসের সামনের দর্শনীয় স্থানে বোরো ও আমন ভূমির খাজনার ধার্য্য তালিকা টানানো, কোন কর্মকর্তা-কর্মচারি ভূমি মালিকদের সাথে দুর্ব্যবহার, সরকারের নির্ধারিত তালিকার অধিক খাজনা আদায়, খাজনার রশিদে দেয় টাকার সমরিমাণ উল্লেখ না করা, ঘুষ গ্রহণ, ফাইল আটকিয়ে অবৈধ সুবিধা আদায়সহ যাবতিয় হয়রানির ক্ষেত্রে তাকে জানানো হলে সাথে সাথেই তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে ছাতকে ভূমি জটিলতা, নামজারি, খাজনা আদায়, ভূমি মালিকদের আবেদন-নিবেদন, ও অভিযোগসহ জনভোগান্তি লাঘবের উদ্দেশ্যে আয়োজিত গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান, এসিল্যান্ড সোনিয়া সুলতানান, সমাজসেবি আবরু মিয়া তালুকদারসহ নেতৃবৃন্দ। গণশুনাণীকালে অভিযোগ আপত্তি তুলে ধরেন, নোয়ারাই গ্রামের মেহেদী চৌধুরি, মানসীনগর গ্রামের গোলাম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ