Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’বছরেও সুনির্দিষ্ট কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

| প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মামলা তুলে না নিলে আসামিপক্ষ নিহতের পরিবারের সদস্যদের হত্যার হুমকি
ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যাকান্ড
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে ঃ নারায়ণগঞ্জে সদর উপজেলার ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বোমা বিস্ফোরণ ঘটিয়ে চলন্ত বাস থামিয়ে ব্যবসায়ী নূরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় আসামীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তাবলী ওয়েলফেয়ার ট্রাস্টের নেতারা। এ ব্যাপারে সুনির্দিষ্ট আসামীদের গ্রেফতারের দাবিতে কয়েকবার মানববন্ধনসহ স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও কোন সুফল না পাওয়ায় গত রোববার সকালে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে তরুণ ব্যবসায়ী নূরুল ইসলাম এর নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। পরে নূরুল ইসলাম হত্যা জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেয়।
এসময় বক্তারা বলেন, ‘এভাবে বাস থামিয়ে একজন ব্যবসায়ীকে হত্যা করেছে। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত হত্যাকান্ডের মূল হোতাকে গ্রেপ্তার করতে পারেনি। বিচার না পেয়ে নুরুলের পরিবার এখন অসহায়। অবিলম্বে মূল হোতাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’এসময় উপস্থিত ছিলেন বক্তাবলী এলাকার আলমগীর কবির, ভিপি আলমগীর, লোকমান হোসেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক সুমন আকবর, স্থানীয় বাসিন্দা মতিউর রহমান ফকির, আল ইসলামপ প্রমুখ।
প্রসঙ্গত ২০১৫ সালের ৩ আগস্ট রাত সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার মাহমুদপুর এলাকাতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নারায়ণগঞ্জগামী উৎসব পরিবহনের চলন্ত বাস থামিয়ে ব্যবসায়ী নুরুল ইসলামকে (৪০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করে। ৮ আগষ্ট নুরুল ইসলাম হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় ৯ জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি। ওই ৯ জনের একজন বাবু ওরফে লুঙ্গি বাবুকে অস্ত্র মামলায় প্রথমে তিন দিন পরে আবারও তিনদিন এবং আরও ১দিনের রিমা ন্ডে ন্ডেনেয় পুলিশ। পরে তাকে ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড নেয়া হয়। এর মধ্যে আবদুল মান্নান শাহাদাতকেও সন্দেহ করে পুলিশ। গত ৯ নভেম্বর আবদুল মান্নান শাহাদাতকে গ্রেপ্তার করে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ