বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ আদালতে গফরগাঁওয়ের কৃষক হাফিজ উদ্দিন হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন করাদন্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক। যাবজ্জীবন করাদন্ডাদেশ প্রাপ্তরা হলেন, তফাজ্জল হোসেন (৩৫), ফেরদৌস (৩২)। একই সাথে সাজাপ্রাপ্তদেরকে প্রত্যেককে ৫হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালতের মোহাম্মদ জহিরুল কবির আসামীদের উপস্থিতিতে এ রায় দেন। এ সময় মামলার আসামী চঞ্চল মিয়া, উজ্জ্বল মিয়া, জাহাঙ্গীর হোসেন, সাহাবউদ্দিন, শেফালী বেগম, ফাতেমা খাতুন, মোফাজ্জল হোসেন’কে খালাস দেয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম খান দুলাল বলেন, ২০০৪ সালের ২নভেম্বর গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের মাইলটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধী কৃষক হাফিজ উদ্দিন কে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী মোছা: আক্তার খাতুন বাদী হয়ে গফরগাঁও থানায় তফাজ্জল হোসেন, ফেরদৌস, চঞ্চল মিয়া, উজ্জ্বল মিয়া, জাহাঙ্গীর হোসেন, সাহাবউদ্দিন, শেফালী বেগম, ফাতেমা খাতুন, মোফাজ্জল হোসেন এই ৯ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামী পক্ষের আইনজীবী এএইচএম খালেকুজ্জামান বলেন, আসামীরা ন্যায় বিচার পায়নি। উচ্চ আদালতে এ বিষয়ে রিট করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।