বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া অফিস : বগুড়ার শেরপুর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। আজ সোমবার সকালে খবর পেয়ে পুলিশ উপজেলার ঘোগা বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশ থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে।
পরে সকাল ৯টার দিকে লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠানো হয়।
সোমবার দুপুরে শেরপুর থানার উপ পরিদর্শক (এসআই) এবাদ আলী জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরনের পোশক ও শারীরিক পরিস্থিতি দেখে নিহত ব্যক্তিকে প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।
ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।