Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্যঝুঁকিতে ‘বর্জ্যজীবী’ পেশার সাথে সম্পৃক্ত ৪ লাখ মানুষ

অবিলম্বে আইন প্রণয়ন জরুরি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দেশে নারী ও শিশুসহ ‘বর্জ্যজীবী’ পেশার সাথে সম্পৃক্ত রয়েছে ৪ লাখ মানুষ। অধিকাংশই অপ্রাতিষ্ঠানিকভাবে এই পেশায় নিয়োজিতরা প্রায় সবাই স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশে পরিবেশ ও সবুজ অর্থনীতিতে অপ্রতিষ্ঠানিক বর্জ্যজীবীরা অসামান্য অবদান রাখা স্বত্তে¡ও তাদের এই অবদান আইনগত ভাবে স্বীকৃত নয়, ফলে সরকার বা সমাজ তাদের এই অবদানের কথা স্বীকার করেনা। তাই এ বিষয়ে অবিলম্বে আইন প্রনয়ণের মাধ্যমে পেশার আইনি স্বীকৃতি জরুরি হয়ে পড়েছে।
‘পৌর বর্জ্য ব্যবস্থাপনার আইনি কাঠামো ও অপ্রাতিষ্ঠানিক বর্জ্য শ্রমিকদের আইনি স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলে। গতকাল মঙ্গলবার সকালে সেগুন বাগিচাস্থ ঢাকা রিপোর্টাস ইউনিটিতে গ্রামবাংলা উন্নয়ন কমিটি এবং বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এর যৌথ উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামবাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক এ কে এম মাকসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম-এর মহাসচিব খায়রুজ্জামান কামাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রামবাংলার রিয়াজ রহমান, সাইমা সাঈদ, সাংবাদিক তৌহিদুর রহমান, জাকির হোসেন, আবুল কাশেম, বর্জ্য সংগ্রহকারী শ্রমিক তৃণা ও মরিয়ম প্রমুখ।
বক্তরা বলেন, দেশে পৌরবর্জ্য আসে মূলত গৃহস্থালি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কারখানা এবং বিভিন্ন ধরনের নির্মাণ সাইট থেকে। যদিও বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে, কিন্তু ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনার খুব ভাল ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি। বর্জ্য এখনও যত্রতত্র ফেলার অভ্যাস শহরবাসীর যায়নি কিংবা বর্জ্য সঠিকভাবে ফেলার পদ্ধতিও শহরবাসী বিশেষত বস্তিবাসী খুঁজে পায়নি। সঠিক উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার অভাবে দেশের পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন। আলোচনা সভায় জাননো হয়, প্রতি বছর বর্জ্য জীবিদের মাধ্যমে সংগ্রহিত লেড-এসিড ব্যাটারির পুণঃচক্রায়ণের ফলে প্রায় ৩৪২০ টন লেড পুণরুদ্ধার করা সম্ভব হয় যার আমদানি মূল্য ৩৭ কোটি টাকা। সমাজ ও অর্থনীতিতে বর্জ্যজীবীদের এই অসামান্য অবদান মূলত অদৃশ্যই থেকে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাস্থ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ