Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিজেকেএস ভলিবল লিগ শুরু কাল

| প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আগামীকাল থেকে একইসঙ্গে শুরু হচ্ছে সিজেকেএস প্রিমিয়ার ও প্রথম বিভাগ ভলিবল লিগ। সিজেকেএসের প্রশিক্ষণ মাঠে এই ভলিবল লিগের আয়োজন করা হয়েছে। আগামীকাল সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম সিটি মেয়র ও সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই লিগের উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিবার্টি গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াছ। প্রিমিয়ার লিগে মোট ১২টি এবং প্রথম বিভাগ লিগে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। এই ভলিবল লিগ আয়োজন উপলক্ষে গতকাল সিজেকেএসের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিগের বিভিন্ন তথ্য তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএসের নির্বাহী সদস্য ও ভলিবল কমিটির সম্পাদক অহীদ সিরাজ চৌধুুরী স্বপন। সংবাদ সম্মেলনে অন্যান্যের বক্তব্য রাখেন সিজেকেএসের অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ভলিবল কমিটির চেয়ারম্যান সৈয়দ শাহাবুদ্দীন শামীম ও ভলিবল কমিটির সহ-সভাপতি মোঃ সোয়াইব। এছাড়াও উপস্থিত ছিলেন, সিজেএকেএসের যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য এমএ হাশেমসহ অন্যান্য কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ