Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যাটালি পোর্টম্যানের যৌন হয়রানির ১০০ গল্প

| প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অভিনেত্রী ন্যাটালি পোর্টম্যান জানিয়েছেন তার অভিজ্ঞতায় ১০০টি যৌন অসদাচরণ আর হয়রানির গল্প আছে।
লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে তিনি বলেন, “সব প্রকাশ হচ্ছে শুনে আমার মনে হল আমার ক্ষেত্রে এমন হয়নি বলে আমি ভাগ্যবান। তারপরই গভীরভাবে ভেবে দেখলাম, সত্যি যে আমি কখনও আক্রান্ত হইনি, অবশ্যই না, তবে আমি যতবার কাজে গেছি বৈষম্যের আর হয়রানির শিকার হয়েছি কোনও না কোনও ভাবে। ভাবলাম আমার বলার মত কোনও গল্প নেই। পরক্ষণেই দেখলাম, আরে আমার তো এমন ১০০টি গল্প আছে। আর, আমার মনে হয়, আমার মত আরও অনেকেরই এমন কাহিনী আছে, যারা মনে করে এসেছে এটাই চল।”
তিনি জানান একবার এক প্রযোজকের সঙ্গে বিমান ভ্রমণ করেছিলেন যে আগেই সেই ব্যক্তিগত বিমানে বিছানা তৈরি করে রেখেছিল।
“কিছুই হয়নি। আমি আক্রান্ত হইনি। তবে আমি স্বস্তি বোধ করছিলাম না আর তা ঠিক ছিল না। বিষয়টি গ্রহণযোগ্য নয় আর তা ছিল উদ্দেশ্যমূলক। আমি ভীত ছিলাম,” তিনি বলেন।
৩৬ বছর বয়সী অভিনেত্রীটি জানান বরাবর তিনি যৌন দৃশ্য এড়িয়ে চলতে চেষ্টা করেছেন।
“একটা সময় ছিল আমি যখন চুম্বন আর বিছানার দৃশ্য এড়িয়ে গেছি। আমার ক্যারিয়ারের প্রথম দিকে এমন করলে আমার ইমেজটা এমনই হত,” তিনি আরও বলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ