প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: মায়ের অনুপ্রেরণা আর সাহসেই গানের জগতে এসেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। ২০১২ সালের ডিসেম্বরে ন্যানসির মা জ্যোৎন্সা হক মারা যান। মায়ের প্রতি ভালোবাসা থেকে ‘মা’ শিরোনামের একটি গান করেছিলেন তিনি। এ ধারাবাহিকতায় এবার মায়ের নামে কমিউনিউটি সেন্টার চালু করেছেন তিনি। জন্মসূত্রে যশোরের মেয়ে হলেও ন্যানসি বেড়ে উঠেছেন নেত্রকোণায়। সেখানেই একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন। এই বাড়ির নিচতলায় প্রতিষ্ঠা করেছেন কমিউনিটি সেন্টার, যার আয়তন ২৫০০ স্কয়ার ফিট। ন্যানসি বলেন, অনেকদিন ধরেই পরিকল্পনা ছিল মায়ের নামে কিছু একটা করার। মা এ এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন। তাই আমার স্বামী জায়েদ ও ছোট ভাইকে নিয়ে কমিউনিউট সেন্টারটি চালু করার সিদ্ধান্ত নিলাম। খোলামেলা পরিবেশে দৃষ্টিনন্দন এ কমিউনিটি সেন্টারটি এরই মধ্যে এলাকাবাসীর নজর কেড়েছে। পুরোপুরিভাবে চালু হওয়ার আগেই নানা রকম অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব আসতে শুরু করেছে। ন্যানসি জানান, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ কমিউনিউটি সেন্টারটি যে কেউ সামাজিক যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া নিতে পারবেন। তার জন্য ভাড়া দিতে হবে ৩৫ হাজার টাকা। এ সেন্টারের প্রাঙ্গণে থাকছে আকর্ষণীয় ফোয়ারা। পশেই বসার আলাদা করে সাজানো আসন। রয়েছে ১০০ ফিট প্রশস্ত খোলা জায়গা ও সুদৃশ্য একটি বাগান। একসঙ্গে ১০০ জনের খাবারের সুবিধা পাওয়া যাবে এখানে। বিয়ের আয়োজনের জন্য মিলবে আলাদাভাবে বর ও কনের রুম। থাকবে গাড়ি পার্কিংয়ের সুবিধাও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।