রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়া উপজেলার হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগে রোববার রাতে ওই ছাত্রীর দাদী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মঠবাড়িয়া থানায় মামলা করলে থানা পুলিশ রাতেই একই স্কুলের অষ্টম শ্রেণি পড়–য়া কিশোর গোলাম রাব্বিকে (১৩) গ্রেফতার করে। গ্রেফতারকৃত গোলাম রাব্বি উপজেলার খেতাচিরা গ্রামের জাহাঙ্গীর কাজীর পুত্র।
জানা যায়, ওই স্কুলছাত্রীর বাবা-মা চট্টগ্রামে গার্মেন্টে চাকরি করায় খেতাচিরা গ্রামে বৃদ্ধা দরিদ্র দাদীর কাছে থেকে স্থানীয় হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের পড়াশোনা করে। গত শনিবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ঘরে একা পেয়ে প্রতিবেশী গোলাম রাব্বি ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই ছাত্রীর ডাকচিৎকারে প্রতিবেশীরা ও দাদী ছুটে এলে রাব্বি দৌড়ে পালিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস আই শাহনাজ পারভীন জানান, বিজ্ঞ বিচারক ওই ছাত্রীর ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করে বয়স নির্ধারণের জন্য জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়েছে। মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন বলেন, ওই স্কুল ছাত্রী ও কিশোরকে সোমবার দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিম ও কিশোর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।