Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে সুনিশ্চিত হবে নৈতিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্বের -এ এম এম বাহাউদ্দীন

ফয়সাল আমীন | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ৫:৫০ পিএম

বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীনের সিলেট বিভাগীয় প্রতিনিধি সমাবেশে সংগঠনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন বলেছেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে সুনিশ্চিত হবে নৈতিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্বের। যারা দেশের দায়িত্বের পাশাপাশি বিশ্বের দরবারে নিজেদের নিয়ে যাবে অনন্য অবস্থানে। প্রযুক্তির লাগামহীন ব্যবহারে, শিক্ষার্থীরা নৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ছে, তাই বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে। বিশেষ করে মাদ্রাসা সংশ্লিষ্টরা প্রযুক্তির যথাযথ ব্যবহারে ভূমিকা রেখে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। প্রযুক্তি বিরোধী নয়, প্রযুক্তিবান্ধব পরিবেশ সৃষ্টি করে, জাগতিক ও আধ্যাত্মিক সমন্বয় ঘটানো খুবই দরকার।
তিনি বিশ্বের ইসলাম ও মুসলমানদের চলমান প্রসঙ্গ টেনে বলেন, সালাফিদের ফেতনার দিন শেষ হয়ে যাচ্ছে, মিশরে মীলাদুন্নবী মাহফিলের বিরোধিতা করতে গিয়ে বোমা হামলা চালানো হয়েছে। কিন্তু এর মধ্যে দিয়ে মীলাদুন্নবী দুনিয়ার মুসলমানদের ধর্মীয় উৎসবে পরিগণিত হয়ে উঠছে। খোদ সৌদি আরব থেকে সালাফিদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে। দুনিয়ার সুন্নি মুসলমানরা মডারেট ইসলামের পথে ধাবিত হয়ে, এর প্রসার প্রচার সহ তা বাস্তবায়নে এখন ঐক্যবদ্ধ।  সকাল ১০টায় আজ (সোমবার) সিলেট নগরীর শাহজালাল ডি.ওয়াই কামিল মাদ্রাসা সোবহানীঘাটের কনফারেন্স হলে মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আঞ্জুমানে আল্ ইসলাহ ও  আরবী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য মওলানা হুছামুদ্দীন চৌধুরী। এসময় তিনি বলেন, মাদ্রাসা সংশ্লিষ্ট পেশাজীবীদের দাবী দাওয়া আদায়ের মধ্যে দিয়ে আমাদের কাজ শেষ নয়। প্রয়োজন ইসলামি বৈষম্যহীন, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে শিক্ষার্থীদের সামাজিক নেতৃত্ব উপযোগী গঠনে মনোযোগী হওয়া। সেজন্য তাদের নৈতিক উন্নতি ও পারিপার্শ্বিক অবস্থাকে মোকাবেলা করে নিজদের শ্রেষ্ঠত্ব অর্জনে প্রস্তুত করা খুবই দরকার। এই অবস্থা উপযোগী করতে মাদ্রাসা সংশ্লিষ্টদের ভূমিকার বিকল্প নেই। সম্মেলনে প্রধান বক্তা, সংগঠনের মহাসচিব আলহাজ্ব মওলানা শাব্বির আহমদ মোমতাজী বলেন, মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের দাবী দাওয়া বাস্তবায়নে বর্তমান সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। একই সাথে সিলেটের সুসন্তান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও মাদ্রাসা শিক্ষার উন্নতিতে ব্যাপক ভূমিকা রাখছেন। তাদের আন্তরিক সহযোগিতায় সকল প্রতিবন্ধকতা পেরিয়ে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছি। তিনি বলেন, দাবী দাওয়া সহ মাদ্রাসা শিক্ষা স্বার্থ সংশ্লিষ্ট সকল দাবী ক্রমশ আদায় হয়ে যাবে। সেজন্য জমিয়াতুল মোদারের্ছীনের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সিলেট জেলার সভাপতি হযরত মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী’র সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা এ কে এম মনোওর আলী, সহকারী মহাসচিব হযরত মাওলানা মোহাম্মদ নোমান আহমদ, কেন্দ্রীয় সদস্য হযরত মাওলানা আব্দুল আলিম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সিলেট মহানগরীর  সভাপতি হযরত মাওলানা আবু সালেহ মো. কুতবুল আলম, সুনামঞ্জ জেলার সভাপতি হযরত মাওলানা আব্দুল আহাদ, হবিগঞ্জ জেলার সভাপতি হযরত মাওলানা ফারুক মিয়া, মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক হযরত মাওলানা শামসুল ইসলাম, হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ কুতুবুল আলম, কাগতিয়া দরবার শরীফ চট্টগ্রামের হযরত মাওলানা কাজী ইসমাইল হোসেন, সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মামুন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রায়গড় দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুর রউফ। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আমিরুল ইসলাম, অধ্যক্ষ লিয়াকত আলী খান, অধ্যক্ষ ছমির উদ্দিন, অধ্যক্ষ শহিদ আহমদ বুগদাদী, অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, উপাধ্যক্ষ শিহাবুর রহমান চৌধুরী, অধ্যক্ষ ফরিদ উদ্দিন, অধ্যক্ষ শফিকুর রহমান, উপাধ্যক্ষ আবু আলী শিকন্দর, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ আব্দুল হাকিম, অধ্যক্ষ মোস্তাক আহমদ, অধ্যক্ষ আবু ইউসুফ মো. নোমান, অধ্যক্ষ আবু তাহির মো. হোসাইন, অধ্যক্ষ মো. আব্দুস সবুর, অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যক্ষ আব্দুর নুর, অধ্যক্ষ শুয়াইবুর রহমান, অধ্যক্ষ আব্দুল লতিফ, সুপার মখছুদুল করিম, অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া ও কামরুজাম্মান চৌধুরী, মাওলানা সুলতান আহমদ, নজরুল ইসলাম, ছালেহ আহমদ, ফয়েজ আহমদ, আব্দুল জব্বার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এ এম এম বাহাউদ্দীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ