Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দিনাজপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

| প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : চার দিনের মাথায় প্রশাসনের উদ্যোগে সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দিনাজপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলমের আহŸানে বৈঠকে পরিবহন মালিক গ্রæপ-শ্রমিক ইউনিয়ন এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তের পর থেকেই দিনাজপুরের সকল রুটে যানবাহন চলাচল শুরু হয়। জেলা প্রশাসকের সম্বেলন কক্ষে রুদ্ধদ্বার বৈঠকে আগুনে ক্ষতিগ্রস্ত ২টি বাসের মালিককে ক্ষতিপূরণ প্রদানসহ অন্যান্য বিষয়ে সন্তোষজনক আলোচনা হয়েছে বলে সকল পক্ষ থেকে উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানানো হয়েছে। তবে একটি পক্ষ পুড়ে যাওয়া বাসের ক্ষতিপূরণ দিতে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ রাজী হয়েছে মর্মে মন্তব্য করলে জেলা প্রশাসক, বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ, বাস মালিক গ্রæপ প্রতিনিধিদের কেউ সমর্থনযোগ্য কোন মন্তব্য করেননি। তবে ভবিষ্যতে ছাত্র-শ্রমিকদের মধ্যে বা অন্য যে কোন অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে একটি ষ্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ