Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর আগমনে পাবনায় সর্বত্র খুশীর আমেজ

| প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাবনায় আগমন উপলক্ষে সর্বত্র খুশীর আমেজ বিরাজ করছে। অপরদিকে, সাংবাদিকদের মাঝে দেখা দিয়েছে নিরানন্দাভাব। অধিকাংশ গুরুত্বপূর্ণ প্রিন্টিং ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা কোনো আমন্ত্রণ পত্র পাননি। মাননীয় প্রধানমন্ত্রী আঙ্কখিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবেন আগামী বৃহস্পতিবার এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এদিকে, এই অনুষ্ঠান কাভার করতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও সময় টেলিভিশন, দৈনিক ইনকিলাব, আলোকিত বাংলাদেশ, সমকাল ও এনটিভি, বাংলাভিশন, এটিএএন বাংলাসহ পাবনা জেলার দায়িত্ব প্রাপ্ত গুরুত্বপূর্ণ প্রিন্টিং ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা আমন্ত্রণপত্র পাননি। পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো সাংবাদিকদের জানিয়েছেন, ‘এটা উপরের নির্দেশনা, আমাদের কিছু করার নেই।’ কয়েকবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী থাকাকালে তার পাবনার খবর গুরুত্বসাথে প্রচার করেছেন এমন একজন সাংবাদিক জানান, এটা হওয়ার কথা নয়। কারণ বড়মাপের রাজনীতিক তাঁর উন্নয়নমূলক কর্মকান্ড ব্যাপকভাবে প্রচার হোক এটাই চাইবেন। এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রজেক্ট ডাইরেক্টর শওকত আকবর সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানের জন্য তিনি সাংবাদিক,সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ ২শত জনের একটি তালিকা দিতে জেলা প্রশাসনকে বলেছিলেন। সম্ভবত: জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি এলোমেলো করে ফেলা হয়েছে ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ