Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মেরামতের দুই বছর পর নেছারাবাদের ইদিলকাঠি খালের ব্রিজের একাংশ ভেঙে পড়েছে

| প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


নেছারাবাদ(পিরোজপুর)উপজেলা সংবাদদাতা : নেছারাবাদের ইদিলকাঠি বাজার সংলগ্ন খালের উপর প্রায় ৪০ মিটার দীর্ঘ লোহার ব্রীজের একাংশ ভেঙে পড়েছে। দুই বছর আগে মেরামত করা ওই ব্রীজটি হটাৎ গত শনিবার গভীর রাতে ভেঙ্গে পড়ে যোগাযোগ ব্যাহত হয়। স্বরূপকাঠি থেকে ঝালকাঠি সদরে যাতায়াতের জন্য মধ্যেবর্তী স্থানের ব্রীজ ভেঙে যাওয়ায় জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো.কবির মিয়া জানান, খর¯্রােতা খালের ভাঙন ও তলদেশের মাটি সরে গেছে বলে ব্রীজের উত্তর পাড়ের খুঁটি দেবে গেছে। তিনি বলেন খালের ভাঙন এত বেড়েছে যে শুধু ব্রীজ নয় উত্তর পাড়ের দুইটি বিদ্যালয় এখন ভাঙ্গনের মুখোমুখী। প্রসঙ্গত সিডর পরবর্তী সময় প্রায় ত্রিশলাখ টাকা ব্যায় নির্মাণ করা ওই ব্রীজটি দুই বছর আগে আরো একবার ভেঙে পড়েছিল। ২০১৫-১৬ অর্থ বছরে ব্রীজটি পুনঃ মেরামত করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ