Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

| প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাগেরহাট জেলা সংবাদদাতা : বাগেরহাটে ভৈরব নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে বাগেরহাট শহর সংলগ্ন ভৈরব নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রাচীন বাংলার ঐতিহ্যে লালিত আকর্ষণীয় এ নৌকাবাইচে বাগেরহাট জেলাসহ পিরোজপুর, খুলনা, গাপালগঞ্জ, মাদারীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলের ১৬টি কোষা বাছাড়ী নৌকা অংশ নেয়। আবহমান গ্রাম বাংলার অতি প্রাচীন কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে লাখো প্রাণের আনন্দ উচ্ছলতায় বাগেরহাটের ভৈরব নদীতে মুনিগঞ্জ থেকে দড়াটানা ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকায় ও ট্রলারে করে নৌকাবাইচ দেখতে শিশু-মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যা পর্যন্ত চলে একের পর এক বাইচ। প্রতিযোগিতা শেষে ভৈরব নদী সংলগ্ন বাগেরহাট পৌরসভার রূপা চৌধুরী পৌর পার্কে সন্ধ্যায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি। একই অনুষ্ঠানে তিনি রূপা চৌধুরী পৌর পার্কের উদ্বোধন ও বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে নৌকা বাইচের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি শেখ হেলাল উদ্দিনের মেয়ে ব্যারিষ্টার শেখ ফজিলাতুননেছা অনন্যা, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি, সংরক্ষিত মহিলা এমপি হেপী বড়াল, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ, খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ