Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

শীতকালীন ও মৌসুমি রোগ

| প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পক্ষকালব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন ডিএসসিসি বাসিন্দারা
স্টাফ রিপোর্টার : শীতকালীন ও মৌসুমি রোগের জন্য নগরবাসীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আগামী ২৮ নভেম্বর থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত ঘরে বসেই এ সেবা পাবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাভুক্ত এলাকার বাসিন্দারা। সিটি কর্পোরেশনের হটলাইন (০৯৬১১০০০৯৯৯) নম্বরে কল দিয়ে চিকিৎসা চাইলেই চিকিৎসকরা পৌঁছে যাবেন বাসায়। গতকাল রোববার বেলা ১২টায় নগর ভবনের ব্যাংক ফ্লোরে মেয়র মোহাম্মদ হানিফ প্রাথমিক স্বাস্থ্যসেবা কক্ষ উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভায় ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ ঘোষণা দেন। সাঈদ খোকন বলেন, আমরা চিকুনগুনিয়ার সময়ও ফ্রি চিকিৎসাসেবা দিয়েছি। তাতে নগরবাসীর ব্যাপক উৎসাহ পাওয়া গেছে। গতানুগতিক চিকিৎসাসেবার বাইরে গিয়ে নাগরিকদের ভালো চিকিৎসা দিতে আমরা এ উদ্যোগ নিয়েছি। আমাদের এই চিকিৎসাসেবার জন্য সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি করে দল থাকবে। মোট ১৫০ জনের দল মাঠপর্যায়ে কাজ করবে। প্রয়োজন অনুসারে সদস্য বাড়ানো হবে বলেও জানান তিনি। মেয়র আরও বলেন, প্রতিবছর শীত মৌসুমে নাগরিকদের অনেকেই নানান রকমের মৌসুমি রোগে আক্রান্ত হন। তাদের চিকিৎসা বা সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আগামী দুই দিন চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হবে। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন আহমেদ এই টিমে থাকবেন বলেও জানান মেয়র সাঈদ খোকন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শফিকুল আলম প্রমুখ। জানা যায়, ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরবাসীকে বিনামূল্যে শীতকালীন রোগের চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মরহুম মেয়র হানিফের ছেলে ও ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ উদ্যোগ নিয়েছেন। আগামী ২৮ নভেম্বর এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়ার এ কর্মসূচি পরবর্তী ১৫ দিন পর্যন্ত চলবে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ