Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল না কিশোরী

| প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল না ১৬ বছরের এক কিশোরী। জানাগেছে, শুক্রবার জুম্মার নামাজের পূর্বে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সহকারি শিক্ষক ও বিনোদপুর ইউনিয়নের পাঁকাটোলা গ্রামের আবুল কাশেমের ছেলে সাকিউর রহমান সিকোর সঙ্গে শিবগঞ্জ পৌর এলাকার লাগাদপাড়া গ্রামের কামাল উদ্দিনের ১৬ বছরের মেয়ের বাল্যবিয়ে সম্পন্ন হয়। এর পরপরই খবর যায় ওই শিক্ষকের প্রেমিকা কালুপুর এলাকার আলমগীর হোসেনের মেয়ে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির স্কুল ছাত্রীর কাছে। তারপর নববধূর বাড়িতে বাবাসহ হাজির হয় কালুপুর গ্রামের ওই স্কুল পড়–য়া দশম শ্রেণির ছাত্রী। বর সাকিউর রহমান সিকো বিষয়টি টের পেয়ে নববধূকে ফেলে রেখেই দৌড়ে পালিয়ে যায়। তবে দৌড়ে পালিয়ে যাওয়ার আগেই তাদের বাল্যবিয়ের কাজ সম্পন্ন হয়ে যায়। ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা ভিড় জমায় বিয়ে বাড়িতে এবং পুরো উপজেলায় চাঞ্চলকর সৃষ্টি হয়। তখন বাল্যবিয়ে বাড়িতে পড়ে যায় হৈ-চৈ। পরে খবর দেয়া হয় স্থানীয় প্রশাসনকে। বিয়ে বাড়িতে উপস্থিত হন থানা পুলিশসহ উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা। তবে ঘটনাস্থল থেকে শিবগঞ্জ থানার এসআই কামরুজ্জামান জানান, যেহেতু বিয়ে সম্পন্ন হয়ে গেছে সে জন্য নববধূকে বরের লোকজনের সঙ্গে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। ওই বিকেলে মেয়ে তার বাবাকে নিয়ে হতাশা হয়ে বিয়ে বাড়ি ছেড়ে নিজ বাড়ি চলে যান। ওইদিন কালুপুর এলাকার আলমগীর হোসেন বাল্যবিয়ের প্রসঙ্গ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে- শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সহকারি শিক্ষক সাকিউর রহমান সিকো শুক্রবার জুম্মার নামাজের পূর্বে সিকোর সঙ্গে লাগাদপাড়া গ্রামের কামাল উদ্দিনের মেয়ের বাল্যবিয়ে সম্পন্ন হয়। এবিষয়ে শিক্ষক সাকিউর রহমান সিকোর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে গত শনিবার বিকেলে সরেজমিনে গিয়ে নববধূর বয়সের বিষয়ে জানতে চাইলে নববধূর বাবা কামাল উদ্দিন বিষয়টি এড়িয়ে যান। তবে উপজেলা নির্বাহী অফিসার ও শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বাল্যবিয়ের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ