প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এই গল্পের শুরু মাদাম খামবাটা (লিলেট দুবে) নামে এক কোটিপতি নারীর গভর্নেসের দুর্ঘটনার শিকার হওয়া দিয়ে। মাদাম খামবাটার আর্থিক উপদেষ্টা প্যাট্রিক শর্মা (গৌতম রোড়ে) নতুন গভর্নেস নিয়োগ দেয়। নিয়োগের আগে শিনা রায়কে (জেরিন খান) জানিয়ে দেয়া হয় তাকে সঙ্গীহীন হতে হবে। আরও একটি অলিখিত শর্ত হল শর্মার সঙ্গে তাকে বিছানায় যেতে হবে। কিন্তু শিনার মত সুন্দরী একা থাকে কী করে? ঠিক তাই! তার একজন প্রেমিক আছে। তবে খামবাটা আর তার কর্মচারীদের কাছে তা সে গোপন রাখে। কিন্তু তা গোপন রাখার উদ্দেশ্য কী? শুধু তারই নয় মাদাম খামবাটার সঙ্গে সংশ্লিষ্ট সবারই কোন না কোন গোপন উদ্দেশ্য আছে। প্রায় সবার নজর বিপুল অর্থ আর সম্পদের দিকে।
হলিউড শীর্ষ পাঁচ
১ জাস্টিস লিগ
২ ওয়ান্ডার
৩ থর : র্যাগনারক
৪ মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস
৫ ড্যাডি’জ হোম টু
বলিউড শীর্ষ পাঁচ
১ তুমহারি সুলু
২ আকসার টু
৩ কারিব কারিব সিঙ্গল
৪ শাদি মে জরুর আনা
৫ ইত্তেফাক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।