Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নায়করাজের জীবনী লেখার অনুমতি কাউকে দেয়া হয়নি

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নায়করাজ রাজ্জাকের জীবনী লিখছেন গুণী নির্মাতা ছটকু আহমেদ। ২০১৮ সালের একুশে বইমেলায় বইটি প্রকাশ করার ঘোষণা দিলেও বিষয়টি এখন অনিশ্চিত। রাজ্জাকের পরিবার থেকে এই জীবনী গ্রন্থ লেখার অনুমতি পাননি তিনি। রাজ্জাকের মৃত্যুর পরপরই এ নিয়ে কথা উঠে। রাজ্জাকের বড় ছেলে নায়ক বাপ্পারাজ জানান, এখনো বিষয়টির সুরাহা হয়নি। আব্বার জীবনী প্রকাশের অনুমতি দেইনি। তিনি বলেন, আমরা ছটকু আহমেদকে এই বই লেখার জন্য অনুমতি দেইনি। তিনি কীভাবে আব্বার জীবনী লিখছেন আমি জানি না। আব্বার সাথে যারা বেশি জড়িত ছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন না। আব্বা বেঁচে থাকতেও তাকে লিখিত কোনো অনুমতি দিয়ে যাননি। আমাদের কাছ থেকেও তিনি কোনো অনুমতি নেননি। আমরা আগে লেখা দেখব তারপর অনুমতির কথা ভাবব। আর আমরা চাচ্ছি না তিনি এটা লিখুক। বাপ্পা বলেন, আব্বা জীবিত থাকা অবস্থায় তিনি এটা লিখতে চেয়েছেন। তখন আব্বা বলেছিলেন লিখে নিয়ে আসেন দেখি। এর মানে এই নয় যে, জীবনী লেখার ফরমাল অনুমতি পেয়ে গেছেন। এরকম কথা অনেককেই বলেছেন। তিনি জীবিত থাকা অবস্থায় লিখে নিয়ে আসতে পারেননি। এখন কিছু লিখতে হলে আমাদের অনুমতি নিতে হবে। কারণ একজন তাকে নিয়ে ভিন্ন কিছু লিখলেই তো আমরা মেনে নিব না। সত্যটা লিখতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ