Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপ্লবের অ্যালবামের প্রকাশনা উৎসব

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দেশের স্বনামধন্য উদ্যোক্তা এবং ফ্যাশন ডিজাইনার বিশ্বরঙ-এর বিপ্লব সাহা ডিজাইনারের পাশাপাশি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ইতোমধ্যে তার কয়েকটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। টিভি এবং কিছু অনুষ্ঠানেও গান গাইতে দেখা গেছে তাকে। এরইমধ্যে জি সিরিজ থেকে রিলিজ হয়েছে তার প্রথম অ্যালবাম মিউজিক্যালি বিপ্লব। ৪টি রবীন্দ্রসঙ্গীত রয়েছে অ্যালবামে। ৪টি গানই গেয়েছেন তিনি দেবলীনা সুর এবং কোনালের সঙ্গে ডুয়েট। গানগুলো হচ্ছে- সেদিন দুজনে, আমার এই পথ চাওয়াতেই আনন্দ (দেবলীনা), আমার পরাণ যাহা চায় এবং তুমি রবে নীরবে (কোনাল)। বিপ্লব জানান, অ্যালবামটির একটি সারপ্রাইজ প্রকাশনা উৎসব হয়েছে। স্বপ্নীলের জন্মদিনে আমরা অনেকে একসঙ্গে হয়েছিলাম। এর মধ্যে আছেন তারিন, বিজরী বরকতউল্লাহ, আঁখি আলমগীর, কোনাল, সোহানা সাবা, ভাবনা, টু¤পা, মিথিলা, দিঠি, নির্ঝর, লিপি খন্দকার, স্বপ্নীল সজীব, সামিউল ইসলাম পোলক, মোস্তফা খালিদ পলাশ, মহুয়া খায়ের, সঙ্গীতা খান, নাদিম কাদির, জিয়া, নিলয় সেন গুপ্তাসহ অনেকেই। সেখানেই ওরা আমাকে এই সারপ্রাইজ দেয়। আমি অবাক হয়েছিলাম এবং খুশিও হয়েছিলাম। অ্যালবামটির সিডি যে কেউ বিশ্বরঙ-এর শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন। আর জি সিরিজ মিউজিক ইউটিউব চ্যানেল ও বিশ্বরঙ ফ্যান ক্লাবের ইউটিউবে শুনতে পারবেন গানগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ