Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

| প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রাম-গুরুদাসপুর উপজেলার ৪৪৩ জন এস,এস,সি ও এইচ,এস,সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মৌখাড়া ইসলামিয়া কলেজ মাঠে কল্লে­াল ফাউন্ডেশনের সভাপতি মোক্তাদিরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রে¯ট ও বঙ্গবন্ধু আতœজীবনী বই তুলে দেন সাবেক মৎস ও পশু সম্পদ মন্ত্রানলয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান ভুঁয়া, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কল্লোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কোহেলি কুদ্দুস মুক্তি, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত অভিজিত বসাক, পৌর মেয়র বারেক সরদার, বড়াইগ্রাম থানা (ওসি) শাহরিয়ার খাঁন সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। প্রধান অতিথি সাংসদ আব্দুল কুদ্দুস বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদকে রুখে দিয়ে আগামী প্রজন্মকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ