Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্মবিরতিতে কলেজ শিক্ষকরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ২:৩২ পিএম

বেসরকারি কলেজের শিক্ষকদের ক্যাডারের মর্যাদা না দেয়ার দাবিতে কর্মবিরতি শুরু করেছে সরকারি কলেজের শিক্ষকরা।
রোববার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়। এদিকে শিক্ষকদের কর্মবিরতির কারণে আজ ও কালকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
‘নো বিসিএস, নো ক্যাডার’ দাবিতে শুরু হওয়া কর্মবিরতি চলবে সোমবার পর্যন্ত। শিক্ষকরা বলছেন, এর মধ্যে দাবি মেনে না নিলে জানুয়ারিতে আবারও কর্মবিরতিতে যাবেন তারা। উল্লেখ্য, সম্প্রতি উপজেলা পর্যায়ের প্রায় ৩০০ কলেজ জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার।
এর আগে যেসব বেসরকারি কলেজ সরকারি করা হয়েছে, সেসব কলেজের শিক্ষকেরা ক্যাডার শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় বিশ্ববিদ্যালয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ