Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে ইজি-বাইক ভাঙচুরে জনমনে আতঙ্ক

| প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা
দিনাজপুর অফিস: হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্রদের সাথে বাস মালিক ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটের তৃতীয় দিনে গতকাল শনিবার তৃতীয় দিন অতিবাহিত হয়েছে। শনিবার সকাল থেকে ট্রাক, ট্যাংকলড়ী, কার-মাইক্রোবাসসহ সকল পক্ষ পরিবহন ধর্মঘটের সাথে একাত্বতা ঘোষণা করলে জনদূর্ভোগ চরম আকার ধারণ করে । শ্রমিকেরা শহরের বিভিন্ন প্রবেশ মুখে অবস্থান নিয়ে ইজি-বাইকসহ যানবাহন ভাংচুর করলে এক ভিতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। অপরদিকে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হাবিপ্রবি’র রেজিষ্ট্রার ড. সফিউল আলম। কোতয়ালী থানায় মামলাটি রেকর্ড করা হয় শুক্রবার মধ্যরাতে বলে ওসি রেদওয়ানুর রহিম জানান। এর একদিন আগে বৃহস্পতিবার রাতে বাস মালিক গ্রæপের সাধারন সম্পাদক নজরুল ইসলাম শেলু ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাইফুর রাজ চৌধুরী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১২ জনের নাম উল্লেখসহ অপ্সাত ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। তবে গতকাল শনিবার শনিবার দুপুর বেলা জেলা প্রশাসক মীর খায়রুল আলম এর আহবানে তার কার্যালয়ে পুলিশ সুপারের উপস্থিতিতে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ, বাস মালিক গ্রæপ ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে রুদ্ধ দ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের স্বিদ্ধান্ত না হলেও আলোচনা ফলপ্রসু হয়েছে বলে সকল পক্ষ দাবী করেছে। আশা করা হচ্ছে আজ রোববার সকাল ১১ টায় বৈঠকের মাধ্যমে পরিবহন ধর্মঘটের অবসান হবে।
গত বুধবার রাতে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্রদের সাথে মোটর বাস শ্রমিকদের সংঘর্ষের জেরে দুটি বাসে অগ্নিসংযোগ করা হলে দিনাজপুর বাস মালিক গ্রæপ ও জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করে। বন্ধ হয়ে যায় দিনাজপুর থেকে সকল রুটের যাত্রীবাহী বাস চলাচল। অঘোষিতভাবে বাতিল করা হয় ঢাকাগামী সকল কোচের।
গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বিশ^বিদ্যালয় ছাত্র-শিক্ষক, বাস মালিক গ্রæপ ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে ত্রি-পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ^বিদ্যালয় ছাত্র-শিক্ষকেরা নিরাপত্তার দাবী জানিয়ে তাদের সকল কর্মসূচী প্রত্যাহার করার ঘোষনা দেয়। মোটর মালিক গ্রæপ ও শ্রমিকেরা তাদের অগ্নিসংযোগ করা দুটি বাসের ক্ষতিপূরন ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে অটল থাকায় কোন স্বিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।
সার্বিক পরিস্থিতির অবনতি ঘটলে গতকাল শনিবার জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার মোঃ হামিদুল হক রুদ্ধদার বৈঠক করেন বিবাদমান পক্ষগুলির সাথে। আলোচনা ফলপ্রসু হয়েছে বলে বৈঠক শেষে সকল পক্ষই জানিয়েছে। আশা করা হচ্ছে আজ রোববার ১১টায় পুনরায় বৈঠক শেষে জনদূর্ভোগ পরিস্থিতির অবসান ঘটানোর ঘোষণা আসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ