বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সেবা কার্যক্রম বন্ধ করে আন্দোলনের ডাক
ল²ীপুর সংবাদদাতা : ল²ীপুরের রামগঞ্জে পুলিশ কর্মকর্তা এস আই ফারুকের বিরুদ্ধে পৌর কর্মচারী খোরশেদ আলমকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে রামগঞ্জ পৌর শহরের খাদ্য গুদামের সামনে পুলিশের মটর সাইকেল সাইড না দেয়ায় তাকে মারধর করা হয় বলে জানা যায়। পরে আহত অবস্থায় খোরশেদকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এ দিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য পৌরসভার সকল সেবা কার্যক্রম বন্ধ করে আন্দোলনের ডাক দিয়েছেন রামগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাহার। জানা যায়, পৌরসভার গার্ভেজ ট্রাক চালক খোরশেদ ময়লা অপসারণ করে ট্রাক নিয়ে কার্যালয়ে ফিরছিলেন। এসময় খাদ্যগুদাম এলাকায় পৌঁছালে এসআই ফারুকের মটর সাইকেল সাইড না দিয়ে গাড়ী চালিয়ে চলে আসেন খোরশেদ। এতে এস আই ফারুক ক্ষিপ্ত হয়ে ট্রাকটি থামিয়ে প্রকাশ্য বাজারের উপর তাকে এলোপাতাড়ি মারধর করে। পরে খোরশেদ মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞ্যান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে অভিযুক্ত কর্মকর্তা এস আই ফারুক মারধরের বিষয়টি অস্বীকার করে মুঠোফোনে বলেন, পৌরসভার ট্রাক চালক তাদের চাপা দিয়ে গাড়ী চালিয়ে সামনে চলে আসলে বাক বিতন্ডা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।