Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী ২৯ নভেম্বর জমিয়াতুল মোদার্রেছীনের চট্টগ্রাম প্রতিনিধি সম্মেলন সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রতিনিধি সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভা গত শুক্রবার মহানগর জমিয়াতের সভাপতি অধ্যক্ষ আল্লামা আবুল বয়ান হাশেমীর সভাপতিত্বে আহসানুল উলুম মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আল-আমিন বারীয়া মাদরাসার অধ্যক্ষ ও মহানগর জমিয়াতের সেক্রেটারী মাওলানা ইসমাইল নোমানী, মজিদিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গণি, ওয়েজছিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা কাজী আবু ছালেহ, সোবহানিয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী, দারুল উলুম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম প্রমুখ। আগামী ২৯ নভেম্বর বুধবার সকাল ৯টায় নগরীর ষোলশহর ২নং গেইটস্থ জিন্নুরাইন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম বৃহত্তর অঞ্চলের এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে আল্লামা আবুল বয়ান হাশেমী নগরীর প্রত্যেক মাদরাসা প্রধানদের অংশগ্রহণপূর্বক সম্মেলন সফল করার জন্য উদাত্ত আহŸান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ