Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৃথক সড়ক দুর্ঘটনায় দু’চালকসহ নিহত ৩ আহত আহত ৮

দর্শনায় দুই মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩ জন ও আহত হয়েছে ৮ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) উপজেলা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার দর্শনায় দুটি মালবাহী ট্রেনের মুখামেুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোরে দর্শনা হল্ট স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের দুই চালকসহ ৪ জন আহত হয়েছে। দুর্ঘটনার পর থেকে খুলনার সাথে সারাদেশের ট্রেন যাগোযাগে বিচ্ছিন্ন থাকার পর বেলা সাড়ে তিনটার দিকে পূনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় চালকসহ ৩জন সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
দর্শনা হল্ট ষ্টেশনের জিআরপি ইনচার্জ এসআই জাফর আলী জানান, শনিবার ভারে ৫টা ৫০ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন পার্বতীপুর অভিমুখে যাচ্ছিল। এ সময় ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মালবাহী ট্রেনের সাথে মুখামেুখি সংঘর্ষ হয়। এতে উভয় ট্রেনের বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় তেলবাহী ট্রেনের চালক রায়হান হাসোন (৩৮) ও জুয়েল (৩৬), রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মতিয়ার রহমান(৪৬), সিপাহী সরোয়ার হোসেন (৩২) আহত হয়। দুর্ঘটনার পর পরেই খুলনার সাথে রাজধানী ঢাকাসহ সারাদেশের রেল যাগোযাগে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেইসাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে দর্শনা-হিজলগাড়ি সড়কে সকল প্রকার যানবাহন চলাচল। দীর্ঘ আড়াই ঘন্টা পর উথলী রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা খুলনা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা গোয়ালন্দগামী মেইল ট্রেনটি দাঁড়িয়ে পড়ে সিগনালের অপেক্ষায়। দুর্ঘটনার পর সকাল সোয়া ৮টার দিকে নকশীকাঁথা ট্রেনের ইঞ্জিন দিয়ে তেলবাহী ট্রেনটিকে উথলী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয় ।
তেলবাহী ট্রেনের চালক রায়হান হাসানের অভিযোগ, তিনি সিগন্যাল মেনেই দর্শনা হল্ট স্টশন অতিক্রম করছিলেন। বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেনের চালকের ভুলের কারনে এ দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় খালি মালবাহী ওয়াগনের চালক আকতারুজ্জামান, সহকারি চালক রাসেল ও পরিচালক কামরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ঘটনার তদন্তের জন্য বিভাগীয় পরিবহন (কম.) এর ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল কে আহবায়ক করে বিভাগীয় প্রকৌশলী রিয়াদ আহমেদ, বিভাগীয় সংকেত টেলিকম প্রকৌশলী আবু হেনা ও বিভাগীয় যন্ত্র প্রকৌাশলী (লোকো) শেখ হাসানুজ্জামানকে সহকারি আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো জানান, নগরীর নিউ মনসুরাবাদ ওয়েল ফুডের সামনে রাস্তা পারাপারের সময় শহর এলাকার বাসের ধাকায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন চুয়েটের ডিপার্টমেন্ট অব মেকানিক্যাল থেকে সদ্য পাস করে বের হওয়া মোমেন ফরহান (২৬)। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহান ল²ীপুরের মতলবপুরের মাহবুবুর রহমানের পুত্র বলে জানা গেছে।
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলার বলেশ^রনদ তীরের কচুবাড়িয়া বেড়িবাধে গতকাল শনিবার সকালে ইট বোঝাই ট্রলি চাপায় আবু আব্দুল্লাহ্ (৪) নামের এক শিশু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল্লাহ্ উপজেলার কচুবাড়িয়া গ্রামের ইব্রহীম মুন্সির ছেলে।
কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, কাউখালীতে গতকাল শনিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১জন ও আহত হয়েছে ৪ জন। নিহত হলেন উপজেলার শিয়ালকাঠী গ্রামের মৃত মৌলভী হেলাল উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৭০)। আহতরা হলেন আ: হক(৪০), সিদ্দিক হোসেন (৪৫), দুলাল (২৫) এবং চুন্নু (৩৫) এদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায়, কাউখালী-ভান্ডারিয়া- ভিটাবাড়িয়া সড়কের হাওলাদার হাট নামক স্থানে ব্যাটারি চালিত ইজিবাইক রাস্তার উপরে সুপারি হাটে আসা লোকজনের উপর সজোরে উঠে গেলে ইজি বাইকের নিচে পড়ে ঘটনাস্থলেই আঃ সালামের মৃত্যু ঘটে এসময় দুর্ঘটনায় অপর ৪ জন আহত হয়েছে।

ঐক্যবদ্ধ আন্দোলনে অনির্বাচিত সরকারের পতন ঘটাতে হবে -কলিম উদ্দিন আহমদ মিলন
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা : বিএনপি কেন্দ্রিয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, সরকার অবৈধভাবে ক্ষমতায় ঠিকে থাকতে দেশব্যাপী বিএনপি নেতা কর্মিদের গুম, হত্যা, জুলুম-নির্যাতন, মামলা-হামলা ও রাষ্ট্রীয় সম্পদ লুঠপাটের মহোৎসব চালিয়ে যাচ্ছে। তাদের এসব অপকর্ম প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। এতেই অনির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে এদেশে একটি নির্বাচিত ও দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ