বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা : খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যারা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন উদ্ভট তথ্য দিয়ে আন্দোলনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে জনগনকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামীতে সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার জন্য বর্তমান নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ভ‚মিকায় আমরা ৭১ এর ঘাতক ও বঙ্গবন্ধুর খুনীদের বিচার করতে পেরেছি। মীরপুরের ও ঘাটারচরের গণহত্যার ঘটনায় কাদের মোল্লার ফাঁসির রায় আমরা কার্যকর করতেও পেরেছি। একটি শক্তি দীর্ঘদিন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আজ নতুন প্রজন্ম অন্ধকার থেকে আলোতে আসতে পেরেছ। তিনি গতকাল শনিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭১ এর শহীদ পরিবার স্মৃতি সংসদের উদ্যোগে ঘাটারচর গনহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, প্রধান মন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নায়নের মহাসড়কে। প্রতিটি ক্ষেত্রে দেশ আজ এগিয়ে যাচ্ছে। কিন্তু আগুন সন্ত্রাসীরা আমাদের উন্নায়নের চাকাকে থামিয়ে দিচ্ছে। আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা ষঢ়যন্ত্র করছে। জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদীদের চুড়ান্ত টার্গেট হচ্ছে শেখ হাসিনাকে হত্যা করা। তারা বারবার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করছে। দেশ আজ মুকিতযুদ্ধের পক্ষের শক্তি ও মুকিত্যুদ্ধের বিপক্ষের শক্তি এই দুই ভাগে বিভক্ত। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিরা আমাদের সরকারের সকল উন্নায়নশুলক কর্মকান্ড নস্যাত করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে । তাদের বিরুদ্ধে এখনো আমাদের লড়াই করতে হচ্ছে। ঢাকা জেলা ও মহনগর যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্তকারী সংস্থার প্রধান সমন্বায়ক আব্দুল হান্নান খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর এডভোকেট জিয়াদ আল-মালুম, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কল্যান পরিষদের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, তারানগর ইউনয়ন আওয়ামীলেিগর সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ও তারানগর ইউপির চেয়ারম্যান মোশরফ হোসেন ফারুক । উল্লেখ্য ১৯৭১ সালে এই দিনে ঘাটারচর ও তারানগর ইউনিয়নে পাকসেনারা ৫৭জন নারী-পুরুষকে হত্যা করে এবং ১২/১৪টিগ্রাম পুড়িয়ে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।