Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

আল্লাহ মহানবী (সাঃ)কে বিশ্ব ভূমন্ডলে পূর্ণ শান্তি প্রতিষ্ঠায় প্রেরণ করেন - বায়তুশ শরফের পীর

| প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বায়তুশ শরফের পীর আল্লামা শাহ মোহাম্মদ কুতুব উদ্দিন বলেছেন, নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদ (সাঃ)কে আল্লাহ এ বিশ্ব ভূমন্ডলে পূর্ণ শান্তি প্রতিষ্ঠায় রাহমাতুল্লিল আলামীন রূপে পবিত্র রবিউল আউয়াল মাসে প্রেরণ করেন। যিনি তার পুরো জীবনটাই ইসলামের প্রচার-প্রসার, মানবকল্যাণ ও আর্তমানবতার সেবায় নিয়োজিত করেছিলেন। মহানবী (সাঃ)’র ইন্তেকালের পর খোলাফায়ে রাশেদীন তার অনুসৃত ধারা অব্যাহত রাখেন। গতকাল (শনিবার) বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে চার দিনব্যাপি ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা পাখ-পাখালীর আসর, শানে মোস্তফা (সাঃ), গুণীজন সংবর্ধনা ও আজিমুশশান ওয়াজ মাহফিল উপলক্ষে নগরীর ধলিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফ কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে পীর সাহেব একথা বলেন। পীর সাহেবের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইফার চট্টগ্রাম বিভাগের পরিচালক মাওলানা আবুল হায়াত মোহাম্মদ তারেক। সংবাদ সম্মেলনে আগামী ২৯, ৩০ নভেম্বর এবং ১ ও ২ ডিসেম্বর বিভিন্ন বিষয়ে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাড়াও আজিমুশশান ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এতে বক্তব্য রাখেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান, আনজুমনে ইত্তেহাদের সিনিয়র সহ-সভাপতি মীর আনোয়ার আহমদ, সাধারণ সম্পাদক লুৎফল করিম, মাসিক দ্বীন-দুনিয়ার সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহ, রফিক আহমদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ