Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়া আওয়ামী লীগের বর্ধিত সভায় এমপিকে শোকজ : সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত

| প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া : কুষ্টিয়ায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি আবদুর রউফ’র সদস্যপদ বাতিলের জন্য শোকজ করা হয়েছে। কারণ দর্শানোর জন্য তাকে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব দেওয়া না হলে তার সদস্য পদ বাতিল করা হবে এ মর্মে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়েছে। গতকাল শনিবার কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ওর্য়াকিং কমিটির বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিন্ধান্ত গ্রহণ করা হয়।
দীর্ঘদিন পর গতকাল শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় জেলা আওয়ামী লীগের ওর্য়াকিং কমিটির এ বর্ধিত সভা। টানা দীর্ঘ সাড়ে ৫ ঘন্টা এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। সভায় কমিটির ৭১ জন সদস্যের মধ্যে ৬৯ জন সদস্য উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল হক খানের প্রস্তাবে কুষ্টিয়া ৪ আসনের এমপি আবদুর রউফকে আওয়ামী লীগের সদস্য পদ বাতিলের জন্য গঠনতন্ত্রের ২৪ এর ছ ধারা অনুযায়ী জেলা আওয়ামীলীগের এ পর্যন্ত কোন সভায় উপস্থিত না থাকার কারণে কেন তাঁর সদস্য পদ বাতিল করা হবে না এই মর্মে ১৫ দিনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে শোকজ করার সিদ্ধান্ত গৃহিত হয়। উল্লেখিত সময়ের মধ্যে শোকজের সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তাঁর সদস্য পদ বাতিল করা হবে এই মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়।
এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, জেলা আওয়ামীলীগের কমিটি গঠিত হওয়ার পর এ যাবৎ কাল ১০টি সভা অনুষ্ঠিত হলেও কুষ্টিয়া ৪ আসনের এমপি আবদুর রউফ কোন সভায় উপস্থিত হননি। সাংগঠনিক নিয়মানুযায়ী কোন সদস্য পর পর ৩টি সভায় ইচ্ছাকৃত ভাবে অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যাবে। আজকের এই সভায় উপস্থিত সকল সদস্য সর্বসম্মতিক্রমে সাংগঠিনিক সিদ্ধান্ত গ্রহণ করেন। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, সাংগঠনিক নিয়মনীতি মেনেই এমপি রউফের সদস্যপদ বাতিলের সিন্ধান্ত নেয়া হয়েছে। তবে কেন্দ্রে এ সিদ্ধান্ত পাঠানোর আগে আমরা তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে চিঠি দিব। এদিকে একই সভায় কুষ্টিয়া শহর আওয়ামীলীগের বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মমিজকে নতুন করে জেলা আওয়ামীলীগের সদস্যপদ প্রদান করা হয়েছে বলে জানা গেছে। তাঁকে ইতোপূর্বে অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এ ব্যাপারে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ জানান, আমাকে কোন মিটিং’র চিঠি দেওয়া হয়না। এমনকি ফোনেও জানানো হয় না। আজকে যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্ব স্তরের মানুষ উৎসবে মাতোয়ারা ঠিক একই সময়ে বর্ধিত সভা করে জেলা আওয়ামীলীগ কিভাবে একজন এমপি বহিস্কারের সিদ্ধান্ত নেয় তা আমার বোধগম্য নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ