Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী আরবে বিদ্যুৎস্পৃষ্ট চৌদ্দগ্রামের যুবকের মৃত্যু

| প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : সৌদি আরবের জেদ্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত বুধবার সকাল ৯ টায় বিদ্যুৎস্পৃষ্ট তিনি মারা যান। নিহত নুরুল ইসলাম চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের আলিপুর গ্রামের ছায়েদ আলীর পুত্র। নুরুল ইসলাম সৌদি আরবের জেদ্দায় ‘ডক্টর ইরফান হাসপাতালে’ ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। জেদ্দায় বাংলাদেশী জাফর আহমেদ জানান, জেদ্দা বাওয়াদি বদরউদ্দিন হাসপাতালের সামনে বুধবার ভারী বৃস্টির দিনে সকাল ৯ টায় তার গাড়ী বন্ধ হয়ে যায়। গাড়ী থেকে নামার সাথে সাথে সেখানে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে। জানা যায়, বিগত প্রায় ১২ বছর আগে জীবিকার তাগিতে সৌদি আরবে আসেন এক সন্তানের জনক নুরুল ইসলাম। গত তিন বছর আগে ছুটিতে কাটিয়ে পুনরায় সৌদি আরব আসেন বলে জানান জাফর আহমেদ। বর্তমানে তার লাশ ডক্টরস ইরফান হাসপালের হিমাঘরে রাখা হয়েছে। নুরুল ইসলামের মরদেহ দেশের নেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতা চেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ