Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটহাজারীতে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

| প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আসলাম পারভেজ, হাটহাজারী থেকে : শীত মৌসুমের সুচনার সাথে সাথে হাটহাজারী উপজেলার কৃষকরা সবুজ করে তুলেছে ফসলি জমি। বিশাল মাঠ জুড়ে যে দিকে তাকায় সে দিকে শুধু চোখে পরছে সবুজ আর সবুজের সমারোহ। শুধুই সবজি ক্ষেত। লাল শাক, পালন শাক, কপি, মুলা, বেগুন, বাধাকপি, ফুলকপিসহ, শীতকালীন নানা জাতের সবজি ক্ষেতে কৃষকরা তা এখন পরিচর্চায় ব্যস্ত দিন পার করছে। সকালে খাছি, বালতি, দা, কোদালসহ বিভিন্ন ধরনের কীটনাশক নিয়ে কৃষক বেরিয়ে পরে ঘর থেকে মাঠের উদ্দেশ্যে। কুয়াশা ভেজা ক্ষেতের মাঠে নেমে পড়ে সবজি পরিচর্চা করতে।
সকালে মাঠে গেলেও বিকাল নাগাদ সবজি পরিচর্চা শেষ করে বাড়ি ফিরেন।
সরেজমিনে কৃষকদের সাথে মাঠে নেমে দেখা যায়, কৃষকদের মাঠে ক্ষেতের ভেঙ্গে পরা চারা গাছগুলো সোজা করছে, কেউ গাছের গোড়ায় পানি ঢালছে, কেউ পোকা খাওয়া ডালগুলো ছিরে ফেলে দিচ্ছে, আবার অনেকেই সবজি ক্ষেতে পোকা মাকড় না আসার জন্য সার ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। এভাবে শীতের সবজি নিয়ে চলছে কৃষকদের কাজের ব্যস্ততা। ধান চাষে তেমন লাভবান না হওয়ায় তাই সবজি ক্ষেতের দিকে ঝুকে পরছে বহু কৃষক। হাটহাজারী আদর্শ গ্রামের কৃষক মোঃ ইউছুপ ও অপর কৃষক মোঃ মামুন জানান সবজি চাষের জন্য তেমন জমির প্রায়োজন হয় না। সামান্য জমিতেও সবজি চাষ করা সম্ভব। ইতিমধ্যে সবজি চাষের কাজ প্রায় শেষ পর্যায়ে এখন চলছে ক্ষেতের পরিচর্চার কাজ। পাশাপাশি ক্ষেত হতে সবজি তুলে বাজারে বেচা কেনার কাজ প্রতিদিন ক্ষেত পরিচর্চা করে সপ্তাহে দুই দিন সবজি তুলে বাজারে বিক্রি করে থাকি। এতে করে ধান চাষের চেয়ে সবজি চাষ করে মুটামুটি আমাদের সংসার চালানো যায়। বেগুন ক্ষেতের মালিক মোঃ ইউছুপ জানান এক মৌসুমের জন্য তিনি জমির মালিক হতে ১৫ হাজার টাকা করে জমি ভাড়া নেয়। এই জমিতে সে বিশ হাজার টাকার মতো ব্যয় করে বেগুন ক্ষেত করে যাচ্ছে। বর্তমানে তিনি আনুমানিক বিশ হাজার টাকার বেগুন বিক্রি করলেও ক্ষেতে যা বেগুন আছে বা ধরেছে তাতে আরো ৩/৪ দফা বিক্রি করা যাবে।
তবে তার টমেটো চাষ প্রক্রিয়াধীন রয়েছে। হাটহাজারী উপজেলার আদর্শ গ্রামের কৃষক মোঃ নাছির উদ্দীন জানান শীত মৌসুমের শুরুতে আনুমানিক ২৫ হাজার টাকার লাল শাক বিক্রি করেছি। সবাজির চাহিদা বেশী হওয়ায় বর্তমানে সবজির তরিতরকারীর মূল্য আকাশছোঁয়া। সরকারি সহায়তা পেলে সবজি ক্ষেত করতে আরো সহজ হবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ