প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তার অভিনীত চলচ্চিত্রকে ‘কুরুচিপূর্ণ’ বলে অভিনেত্রী জেরিন খান প্রযোজকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন।
সপ্তাহ খানেক আগে বিদ্যা বালান অভিনীত ‘তুমহারি সুলু’ ফিল্মটির সঙ্গে জেরিন খান অভিনীত ‘আকসার টু’ মুক্তি পেয়েছে। ২০০৬ সালে মুক্তি পাওয়া প্রথম পর্বের ধারা বজায় রাখা হয়েছে এই ফিল্মটিতে। তার মানে ফিল্মটি ধারাগত দিক দিয়ে আদিরসাত্মক থ্রিলার।
জেরিন ‘আকসার টু’ চলচ্চিত্রটিকে ‘কুরুচিপূর্ণ’ বলে প্রযোজক নরেন্দ্র বাজাজের কোপে পড়েছেন। অভিনেত্রীটি জানিয়েছেন তাকে নিশ্চিত করা হয়েছিল এই ফিল্মটি পরিচ্ছন্ন হবে। তবে আদতে দেখা গেছে প্রায় প্রতিটি দৃশ্যে তাকে সংক্ষিপ্ত পোশাক পরিধানের নির্দেশ দেয়া হয়েছে।
জেরিনের মন্তব্য শুনে প্রযোজক নাকি ভীষণ ক্ষেপে গেছেন এবং অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবার কথা বিবেচনা করছেন। বাজাজ জানিয়েছেন আগেই চিত্রনাট্য সম্পর্কে অভিনেত্রীটিকে জানান হয়েছিল। সেসময় তিনি আপত্তি করেননি। আর তিনি যে এই প্রথম সংক্ষিপ্ত পোশাক পরেছেন এমনই নয়। ‘হেইট স্টোরি থ্রি’তে তাকে একই ধরনের উত্তেজক ভূমিকায় দেখা গেছে।
অনন্ত নারায়ণ মহাদেবন পরিচালিত ‘আকসার টু’তে আরও অভিনয় করেছেন গৌতম রোড়ে, অভিনব শুক্লা, মোহিত মদন, লিলেট দুবে। ফিল্মটি বাণিজ্যিকভাবে সুবিধা করতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।