Inqilab Logo

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ যিলহজ ১৪৪৫ হিজরী

আজ দেশে ফিরছেন বেবী নাজনীন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কয়েক মাসের আমেরিকা কানাডা এবং মধ্যপ্রাচ্য সফর শেষে আজ দেশে ফিরছেন সঙ্গীত তারকা বেবী নাজনীন। প্রবাসী বাংলাদেশী সংগঠনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে গত কয়েকমাসে বেবী নাজনীন একাধিকবার আমেরিকা, কানাডা এবং দুবাই সফর করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাত সাড়ে ১১টায় এমিরাটস-এর একটি ফ্লাইটে আমেরিকা থেকে দেশে ফিরছেন তিনি। দেশে ফিরেই তিনি অল কমিউনিটি ক্লাবে (এসিসিএল) একটি কনসার্টে অংশগ্রহণ করবেন। এটি অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর। আগামী মাসে উত্তরবঙ্গের কয়েকটি জেলা শহরের বিশেষ কিছু অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে তার। এই সব অনুষ্ঠানে অংশগ্রহণের মাঝেই অসমাপ্ত নতুন অ্যালবামের কাজ শুরু করবেন তিনি। এটি হবে তার ৫১তম একক অ্যালবাম। প্রযোজনা করবে সঙ্গীতা। এছাড়া সাউন্ডটেক থেকে তার সিঙ্গেল ট্র্যাক আসছে নতুন বছরেই। বেবী নাজনীন জি-সিরিজের ব্যানারেও একটি একক অ্যালবামে গাইবেন বলে জানা গেছে। জানুয়ারীর শেষ সপ্তাহে বেবী নাজনীন অস্ট্রেলিয়া এবং দুবাইয়ের দুটি অনুষ্ঠানে পারফর্ম করতে যাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ