Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ার সড়কে খানাখন্দে চরম জনদুর্ভোগ

| প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ছাগলনাইয়া পৌর শহরের বাঁশপাড়া গ্রামের হাজীপাড়ার জগন্নাথ বাড়ি সড়কটির বেহাল দশা। ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্ট থেকে আড়াই’শ ফুট দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কলেজ রোড থেকে একটি মন্দির পর্যন্ত প্রায় ১৫’শ ফুট লম্বা জনবহুল এ সড়কটি দিয়ে প্রতিদিন শতশত লোক চলাচল করে। ওই এলাকার মানুষের চলাচলের একমাত্র সড়কটি জরাজীর্ণ ও খানাখন্দে ভরে যাওয়ায় জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ রাস্তা দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারে না। এ রাস্তা ব্যবহারের ফলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে। একটু বৃষ্টি হলেই ড্রেনের ময়লা পানি রাস্তায় ওঠে চলাচলে বিঘœ ঘটায়। রাস্তা আর ড্রেন একাকার হয়ে যায়। পৌরশহর ও বাজারের পানিগুলো বৃষ্টির সময় ওই এলাকায় প্রবেশ করে রাস্তাঘাট ঘরবাড়ি তলিয়ে যায়। দিনের পর দিন পানিবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়ে মানুষ। বর্ষা মৌসুমে হাজীপাড়ার মানুষের পানিবদ্ধতা থেকে প্রতিকার মিলেনা। দীর্ঘশাষ আর কষ্টের আর্তনাদ দিনকে দিন মানুষের দৈনন্দিন জীবনকে বিষিয়ে তুলেছে। বর্ষায় পানি আর কাদায় এলাকাটি একাকার হয়ে পড়ে। অপরদিকে হাজীপাড়া সড়কের সড়ক ও ড্রেনটির কিছু কিছু জায়গা বেদখল হয়ে যাওয়ায় সড়ক ও ড্রেনটি অনেকটা সরু হয়ে গেছে। হাজী পাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন (৩৭), শাহজাহান মাস্টার (৫০), ওহিদুল্লাহ (৪৫), রফিক (৪৫), আনিছ (৬০), আবুল খায়ের (৪০), হাজী আবদুর রউফ (৬২) ও হাজী আবদুল করিম (৬৫) সহ এলাকাবাসী সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছেন। ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা জানান, সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করি অল্প সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা সম্ভব হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ