Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজিপুরে শীতের সবজি চাষের ধুম

| প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কাজিপুর (সিরাজগঞ্জ) থেকে টি এম কামাল : সিরাজগঞ্জের কাজিপুরে আগাম শীতের সবজি চাষ শুরু হয়েছে। অন্যান্য বছরের মতো এবারো চাষিরা বিপুল উৎসাহে মাঠে নেমেছেন। আগাম শাকসবজি বাজারে তুলতে পারলে অধিক দামে বিক্রি করা সম্ভব। এ চিন্তা করেই তারা এখন ব্যস্ত সবজি চাষে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও বারটি ইউনিয়নের মধ্যে কমবেশি প্রায় সব গ্রামেই শীতকালীন শাকসবজি আবাদ চলছে। এর মধ্যে হরিনাথপুর, চালিতাডাঙ্গা, রৌহাবাড়ী, শালগ্রাম, কাচিহারা, বীর শুভগাছা, সোনামুখী, পাঁচগাছি, নতুন মাইজবাড়ী, ভানুডাঙ্গা, প্রায় ৫০টি গ্রামে ব্যাপক আবাদ হয়েছে। উপযুক্ত আবহাওয়া ও পরিবেশ অনুক‚লে থাকলে এবার সবজির ফলন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমান দৈনিক ইনকিলাবকে জানান, বরাবরই কাজিপুর উপজেলায় ব্যাপকভাবে মুলা, বেগুন, ফুলকপি, শিম, টমেটো, লালশাক, বাঁধাকপি, পালংশাক ও পুঁইশাকের চাষ হয়। স্থলবাড়ী গ্রামের কালাম বলেন, মৌসুমের শুরুতেই বাজারে শাকসবজি তুলতে পারলে চাহিদা বেশি থাকে, দামও বেশি পাওয়া যায়। আগাম সবজি চাষ করতে হলে যেমন অর্থ খরচ হয়, তেমনি শ্রমও দিতে হয় বেশি। এ ছাড়া পোকামাকড়ের জন্য অধিক ওষুধ ছিটাতে হয়। আবার বেশি বৃষ্টি হলে সবজি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। হরিনাথপুর আনোয়ার হোসেন জানান, গত বছর দুই বিঘা জমিতে আগাম ফুলকপি চাষ করেছিলেন। ফলন ভালো হওয়ায় দামও ভালো পেয়েছিলেন। তাই এ বছর ফুলকপির চাষ করেছেন। এই উপজেলায় এবার ৯০০ হেক্টর জমিতে সবজির চাষ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ