Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

| প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে গ্রাম্য আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ ইলিয়াস মুন্সি (৫৩) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্ধেহে গতকাল শুক্রবার সকালে ওমর কাজী (৫০) ও মুক্তার কাজী (৫৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। মুকসুদপুর থানার ওসি মোঃ আজিজুর রহমান জানান, গোবিন্দপুর গ্রামের আধিপত্য নিয়ে ফরিদ মুন্সি ও ইঞ্জিনিয়ার আলী আজমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ৬ মাস আগে ফরিদ মুন্সির সমর্থক কৃষক ইলিয়াস মুন্সিকে ইঞ্জিনিয়ার আলী আজমের সমর্থকরা মারপিট করে। এ ঘটনায় ইলিয়াস মুন্সি বাদী হয়ে ইঞ্জিনিয়ার আলী আজমের সমর্থকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এছাড়া দু’গ্রæপের সংঘাত নিয়ে গোপালগঞ্জ আদালতে ও মুকসুদপুর থানায় একাধিক মামলা রয়েছে। হত্যাকাÐের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার রাতে ইলিয়াস গোবিন্দুপুর গ্রামের বাড়ি থেকে বের হয়ে একই গ্রামে মামার বাড়িতে যায়। রাত সাড়ে ৯টার দিকে মামার বাড়ি থেকে ফেরার পথে গোবিন্দপুর রাস্তার উপরে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। মুকসুদপুর থানার এসআই জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ইলিয়াস মুন্সির লাশ ১৩টি কোপের চিহ্ন রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ