Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে বিশাল জসনে জুলুছ অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাউজান উপজেলা সংবাদদাতা : রাউজানের চিকদাইর ও রাউজান সদরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় চিকদাইর হযরত নেয়াজ গাজী শাহ (রহ) সুন্নিয়া দাখিল মাদরাসা ময়দান হতে প্রায় ১০ কিলোমিটারের পথ পায়ে অতিক্রম করে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে শেষ হয়। র‌্যালীটি মাদরাসা থেকে শুরু হয়ে হক বাজার,সাহেব বাড়ী রোড,নোয়াজিশপুর রোড, নতুন হাট, অদুদিয়া সড়ক, ইউছুফের দীঘির পাড়, তকির রোড হয়ে চিকদাইর ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। এতে হাজার হাজার আশেক রাসুল অংশগ্রহণ করেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা , ছাত্রসেনা ও আহলে সুন্নাত ওয়াল জামআত সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত র‌্যালী পরবর্তী আলোচনা সভা ছিপাতলী বহুমুখী কামিল মাদরাসার প্রভাষক আলহাজ্ব মওলানা শফিউল আলম আজিজির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা মুহাম্মদ নাঈম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন আল্লামা শামসুল আলম নঈমী, স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সাংবাদিক এম বেলাল উদ্দিন, মাদরাসা সুপার হাফেজ মওলানা আবু তাহের, মওলানা আলী হায়দার, কে এম আজাদ রানা, আওয়ামী লীগ নেতা মো: সেলিম উদ্দিন, যুবনেতা মো: জামাল উদ্দিন, মেম্বার আব্দুল্লাহ, মওলানা আলাউদ্দিন, মো: কামাল উদ্দিন, মো: শাহিন সুজন, মো: হোসাইন, মো: রাশেদ, মো: সাইফুল্লাহ প্রমুখ। অপরদিকে একই দিন সকাল ৯টায় গহিরা কামিল মাদরাসা হতে রাউজান জলিল নগর বাস স্টেশন পর্যন্ত চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক দিয়ে বিশাল জসনে জুলুছ বের করে রাউজান উপজেল গাউছিয়া কমিটি। পায়ে হেটে জুলুছে অংশগ্রহণকারী হাজার হাজার আশেকে রাসুলের নারায়ে তাকবির, নারায়ে রেছালাত ও নারায়ে গাউছিয়ার ¯েøাগান ধ্বনিতে সমগ্র এলাকা প্রকম্পিত হয়ে উঠে। দুটি জুলুসেই ব্যানার ফেস্টুন নিয়ে হাজার হাজার মানুষ ভোর সকাল থেকে জড়ো হতে থাকে নির্দিষ্ট স্থানে। গাউছিয়া কমিটি বাংলাদেশের এই জুলুসের নেতৃত্ব দেন প্রিন্সিপ্যাল আল্লামা ইলিয়াছ নুরী ও আল্লামা ইয়াছিন হুসাইন হায়দারী। চিকদাইর জুলুসের নেতৃত্ব দেন আলহাজ্ব আল্লামা শফিউল আলম আজিজি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ