Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় দুস্থ ও এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে

| প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


নেত্রকোনা জেলা সংবাদদাতা ঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন, নেত্রকোনা জেলার উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১১টায় জয়নগর নতুন হাসপাতাল রোডস্থ জেলা বিএনপিসাধারণ সম্পাদক জিয়াউর রহমান ফাউন্ডেশন নেত্রকোনা জেলার সমন্বয়কারী ডাঃ আনোয়ারুল হকের বাসভবনে দোয়া মাহফিল, দুস্থ ও এতিম মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্দেশ্য ও এর কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জিয়াউর রহমান ফাউন্ডেশন নেত্রকোনা জেলার সমন্বয়কারী ও জেলা বিএনপিসাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওয়াহাব ভূঁইয়া, সহ-সভাপতি ডাঃ দেলোয়ার হোসেন টিটো, জেলা বিএনপির উপদেষ্টা ডাঃ আফতাব উদ্দিন কাজল, ডাঃ আব্দুস সাত্তার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সালাহ্উদ্দিন খান মিল্কী, যুগ্ম সম্পাদক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক, কোষাধ্যক্ষ এস এম মুসা, সৈয়দ বজলুল কাদের ফজলু, প্রচার সম্পাদক সেলিম আহমেদ, স্বনির্ভর সম্পাদক গোলাম রসুল, সহ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান খসরু, জেলা শ্রমিক দলের সভাপতি আদব আলী, জেলা যুব বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সিঃি যুগ্ম সম্পাদক কামরুল হক, যুগ্ম সম্পাদক দিলওয়ার খান, সহ তথ্য ও গবেষনা সম্পাদক হাবিবুর রহমান রুবেল, যুবদল নেতা সৈয়দ মাজহারুল ইসলাম কমল, সৈয়দ তোফায়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য কারামুক্ত নেতা শরীফুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামছুল হুদা শামীম, সৈয়দ রাজিব ও মোঃ জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে কুরপাড়স্থ জোবায়দা আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও মাস্টারবাড়ী এতিমখানার দুস্থ ও এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ