Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্তমান সরকার দেশের উন্নয়ন বিশ্বাস করে - বিদ্যুৎ প্রতিমন্ত্রী

| প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন বর্তমান সরকার দেশের উন্নায়ন বিশ্বাস করে। তাই পদ্মা সেতু থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখন উন্নায়নের ছোঁয়া জনগণ দৃশ্যমান দেখছে এবং ভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের এই উন্নায়ন সম্ভবপর হয়েছে। সারা বিশ্বের কোন দেশেই ১০হাজার মানুষকেও আশ্রয় দেয় না। কিন্তু বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা জনগোষ্টি আশ্রয় নিয়েছে। বাংলাদেশের এই মানবিক কাজের জন্য সারা বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশে কোথাও আর বিদ্যুতের তার খুটির সাহায্যে ঝুলন্ত অবস্থায় থাকবে না। সমস্ত তার মাটির নিচ দিয়ে নেয়া হবে। কেরানীগঞ্জ থেকেই এই প্রকল্পের কাজ শুরু করা হবে। তিনি গতকাল শুক্রবার বিকেল ৫টায় কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ঈদগা মাঠে জিনজিরা ইউনিয়ন আওয়ামীলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তবে একথা বলেন। এই সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু । জিনজিরা ইউনিয়ন আওয়ামীলীগ প্রস্তুতি কমিটির আহবায়ক হাজী মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা হাজী সেলিম আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান, ঢাকা জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন খোকন, ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা হাজী সানোয়ার হোসেন বুলবুল, ম.ই মামুন, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী, আসরারুল হাসান আশু, দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, হাজী দেলোয়ার হোসেন ও মোঃ আজাহারুল ইসলাম খোকন প্রমুখ।

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ