Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেধাবীদের মিলনমেলা-- ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

| প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা ময়মনসিংহ থেকে : টানা ৬ষ্ঠ বারের মতো এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ময়মনসিংহ পৌরসভা। পৌরসভার দেড়শ বছরের ইতিহাসে শুধুমাত্র মেয়র ইকরামুল হক টিটু’র সময়েই নিয়মিতভাবে দীপ্তিময় এসব মেধাবীদের সংবর্ধনা দেয়ার মাধ্যমে উৎসাহ ও প্রণোদনা দিয়ে আসছে পৌরসভা। গতকাল শুক্রবার সকাল ১১ টায় ময়মনসিংহ নগরীর টাউন হলে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ২ হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এ সংবর্ধনাকে কেন্দ্র করে সকাল থেকেই টাউন হল আঙিনায় ছিল জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের প্রাণোচ্ছল উপস্থিতি। নজরকাড়া এমন সংবর্ধনা পেয়ে আনন্দে উদ্বেল স্বপ্নবাজ মেধাবী ও তাদের অভিভাবকেরাও। মেধাবীদের মিলন মেলায় শিক্ষার্থী ও অভিভাবকরা প্রাণখুলে কথা বলার পাশাপাশি নিজেদের সাফল্যের গোপনমন্ত্র ও ভবিষ্যত জীবনের টার্গেটের কথাও জানিয়েছেন।
এ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান মেধাবীদের মেধার আলোয় দেশের মুখ উজ্জ্বল, মন্তব্য করে বলেন, মেধাবীরা নিজেদের মেধার স্বাক্ষর রেখেছ। এ দেশকে একদিন তারাই নেতৃত্ব দেবে। মেধাবীরা দীপ্তিময়। তাদের হৃদয়ে রয়েছে গভীর দেশপ্রেম।
নিয়ম নিষ্ঠা আর অধ্যাবসায়কে গুরুত্ব দিয়ে মেধাবীরা প্রতিভার অনন্য স্বাক্ষর রেখেছ। এ সাফল্য ধরে রাখতে হবে। নিজেদের তৈরি করতে হবে জীবনের পরীক্ষার জন্য।’
ময়মনসিংহ পৌরসভার মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র সভাপতিত্বে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ বৃহৎ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল জাকির হোসেন, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল মোজাহার হোসেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের প্রিন্সিপাল এ.কে.এম.আব্দুর রফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ