Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

| প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম বিল্লাল হোসেন ওরফে সেলিম (৪৫)। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান বলেন, খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় শুক্রবার ভোর রাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে। ডাকাতদের একটি দল অবস্থান করছে- এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের দিকে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে বিল্লাল আহত হয়। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার জানায়, বিল্লাল মারা গেছে। ওসি বলছেন, ঘটনাস্থল থেকে একটি শটগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছেন তারা। ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন রাজধানীর কাকরাইলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, গত অক্টোবর মাসে ডাকাত দলের সদস্যরা খিলগাঁও এলাকার একটি বাসায় তিনমাসের এক শিশুকে জিম্মি করে ডাকাতি করে সব লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা (নম্বর-৪৮) দায়ের করা হয়। মামলার তদন্তে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের স্বীকারোক্তিতে সর্দার বিল্লালের নাম পাওয়া যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ডেমরা এলাকা থেকে বিল্লালকে গ্রেফতার করা হয় এবং রাত ২টার দিকে তাকে নিয়ে খিলগাঁওয়ের মোস্তফা মাঝি এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় সেখানে অবস্থানরত ডাকাত দলের সদস্যদের পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে বিল্লাল গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডাকাতদের সঙ্গে গুলির ঘটনার সময় তিন পুলিশ সদস্য পরিদর্শক জাহাঙ্গির কবির খান, উপ-পরিদর্শক নাসির উদ্দিন ও হাসান আলী আহত হয়েছেন বলেও জানান তিনি। ডিসি আনোয়ার বলেন, বিল্লালের নামে দেশের বিভিন্ন থানায় ১০টি ডাকাতির মামলা পাওয়া গেছে। সে নতুন নতুন ডাকাত দল গঠন করে বিভিন্ন স্থানে ডাকাতি করতো। ঘটনাস্থল থেকে উদ্ধার শর্টগানটি দেখে মনে হয়েছে, এটি কোথাও থেকে লুণ্ঠিত হয়েছে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ