বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কালিয়াকৈর( গাজীপুর)উপজেলা সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ ও মাটিকাটা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে বন বিভাগের প্রায় ১২০ শতক জমি অবৈধ দখলমুক্ত করেছে চন্দ্রা বনবিট কর্মকর্তরা। এ সময় সিনাবহ এলাকার সালেক কারখানার ভেতর থেকে ১০০ শতক এবং মাটিকাটা পাশাগেইট এলাকা থেকে ২০ শতক জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এ সময় চন্দ্রা বিট কর্মকর্তা মোরাদ হোসেনের নেতৃত্বে ৮/১০ জন বন কর্মকর্তা এ অভিযানে অংশ নেয়। কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জের বিট কর্মকর্তা মো. মোরাদ হোসেন জানান, চন্দ্রা রেঞ্জের সিনাবহ মৌজা সালেক কারখানায় এবং মাটিকাটা মৌজার পাশাগেট এলাকায় বনের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।