Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে ২শ’ টেলিফোন শীঘ্রই ত্রæটিমুক্ত করা হচ্ছে

| প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ক্যাবল চুরির কারণে কেরানীগঞ্জের কোনাখোলা টেলিফোন এক্সচেঞ্জের অওতাধীন প্রায় ২০০ টেলিফোন বিকল ও ইন্টারনেট সার্ভিস বন্ধ হয়ে পড়েছে। সম্প্রতি একদল চোর ট্রাক নিয়ে কোনাখোলা টেলিফোন এক্সচেঞ্জের বাইরে অবস্থিত ম্যানহোল এর ঢাকনা খুলে ১৮০০/০.৪ জোড়া’র ভূ-গর্ভস্থ প্রাইমারী ক্যাবল কেটে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় কোনাখোলা এক্সচেঞ্জে কর্মরত চকবাজার বিভাগের কর্মচারীদের চেষ্টায় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ ৬ চোর হাতেনাতে পুলিশের কাছে ধরা পরে। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে হাতেনাতে চোর ধরায় সহযোগিতার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ স্থানীয় পুলিশ সদস্যগন তথা বাংলাদেশ পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানায়। এ অনাকাংখিত ঘটনায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ, রুহিতপুর, কোনাখোলা, শাকতা, রাজাবাড়ী, খোলামোড়া, বাবুগ্রাম, নুরুন্দি, শিকারীতোলা, ভাড়ালিয়া ও রামেরকান্দা এলাকার প্রায় ২০০ টেলিফোন ও ইন্টারনেট সার্ভিস বিকল হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত ক্যাবল মেরামত কাজ জরুরি ভিত্তিতে শুরু হয়েছে। Ñপ্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ