বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরে মাদক ব্যাবসায়ীদের অবৈধ কাজে বাধা দেওয়ায় বাড়ী ঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ব্যাপারে এলাকাবাসী পুলিশ ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকার একদল দুষ্কৃতিকারী মাদক ব্যাবসা, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। স¤প্রতি এলাকাবাসী এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রকাশ্যে মাদক ব্যাবসা করতে বাধার সৃষ্টি করে। এতে ক্ষুব্ধ হয়ে তারা সংঘবদ্ধ হয়ে প্রতিবাদী দুই যুবক মিজান ও সুমনকে হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে এবং সুমনের বড়ীতে হামলা চালায়।
রামদা দিয়ে কুপিয়ে ঘরের টিনের বেড়া ও জিনিস-পত্র ভাংচুর করা হয়। এঘটনায় গত ১৯ নভেম্বর এলাকার ৭১ জন ব্যাক্তি স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দেয়া হয় ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর উপজেলা চেয়ারম্যানকে । এছাড়া আহত সুমনের মা হাসি বেগম বাদি হয়ে ৯ জনকে অভিযুক্ত করে ফরিদপুর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেছেন। অভিযুক্তরা হল সাদ্দাম মন্ডল, মনো মন্ডল, আজিজ মন্ডল, সুমন শেখ, পাপ্পু বেপারী, রাসেল, মতি, বজলু ও ফারুক। এ ব্যপারে ফরিদপুর কোতয়ালী থানার এস আই শাহীনুর রহমান এ ব্যাপারে বলেন, এই চক্রের মূল হোতা ‘কানা ফজলকে গাঁজাসহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের ধরার চেষ্টা করছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।