Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিন্দু সম্প্রদায়কে আ’লীগ থেকে দুরে রাখতে হামলা -প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র

১২ সদস্যের সংসদীয় দলের ঠাকুরপাড়া পরিদর্শণ

| প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশের হিন্দুদের দেশ ছাড়ার করার দিন শেষ হয়ে গেছে। ১৯৫৪ সাল থেকে হিন্দু ভোটারের ৯০ শতাংশের বেশি ভোট আওয়ামী লীগ পায়। তাই একটি মহল ঈর্ষান্বিত হয়ে দেশে একের পর এক সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে। তাদের উদ্দেশ্য হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগ থেকে দুরে রাখা ও সুসম্পর্ক নষ্ট করা। গতকাল বৃহষ্পতিবার রংপুরের পাগলাপীর শলেয়াশা ঠাকুরপাড়ায় ক্ষতিগ্রস্থ হিন্দু পরিবারের সদস্যদের বাড়ি-ঘর পরিদর্শন কালে তিনি এ সব কথা বলেন। এ সময় তার নেতৃত্বে আওয়ামী লীগের ১২ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল ঘটনাস্থল ঠাকুরপাড়া পরিদর্শন করেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নারায়ন চন্দ্র বলেন, জামায়াতের চারিত্রিক বৈশিষ্ট হচ্ছে এ ধরনের সাম্প্রদায়িক হামলা চালানো। তবে এ হামলার সাথে ওই দলটি জড়িত কী না তা উন্মোচন করতে তদন্ত দল কাজ করছে। অপরাধী যেই হোক দোষী প্রমাণিত হলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। তিনি বলেন, এই ঘটনাকে পুঁজি করে কেউ যেন ফায়দা লুটতে না পারে এবং নিরীহ মানুষ যাতে হয়রানীর শিকার না হয় এজন্য স্থানীয় প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পরে তিনি স্থানীয় একটি বিদ্যালয় মাঠে এক সমাবেশে যোগ দেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা জামান ববির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সামসুল হক টুকু এমপি, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, রমেশ চন্দ্র সেন এমপি, পংকজ দেবনাথ এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, স্বপন ভট্টাচার্য্য এমপি, রনজিত কুমার রায় এমপি, রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম রাজু, ট্রাস্টি এ্যাড. রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা, কেন্দ্রীয় স্বেচ্ছসেবক লীগ নেতা মোয়াজ্জেম হোসেন লাবলু, ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক প্রমূখ।
আরো ৯ জনের ৩ দিনের করে রিমান্ড মঞ্জুর
হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং পবিত্র কাবা ঘরকে অবমাননা করে ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে রংপুরের পাগলাপীরে সংঘর্ষ এবং শলেয়াশা ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় কোতয়ালী থানায় আটক ৭৬ জনের মধ্যে ৯ জনকে জিজ্ঞাসাবাদ করতে ৩ দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতের বিজ্ঞ বিচারক কামরুল হাসান তাদের রিমান্ড মঞ্জুর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ