Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাসূল (সাঃ) মক্কী জীবনে নির্যাতিত-আল্লামা হাশেমী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পীরে কামেল, আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী বলেছেন, ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের উপর কাফের মুশরেকদের যে অত্যাচার নির্যাতন এমনকি হত্যা করতেও দ্বিধাবোধ করেনি সেই রকম পরিবেশেও মুসলমানদের সত্যের উপর অটল থাকা বর্তমান বিশ্ব মুসলমানদের কাছে অনুসরণীয় উপামা। আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (সাঃ) গাউছিয়া জিলানী কমিটির উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন্নবী সেমিনারের গতকাল (বৃহস্পতিবার) চতুর্থ দিনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভারত থেকে আগত প্রফেসর ড. আল্লামা সৈয়দ শামীম উদ্দিন আহমদ মুনঈমী। বিশেষ অতিথি ছিলেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাত খাঁ মাওলানা শায়ের বাইতুল্লাহ আহসান মিনায়ী। আলোচনায় অংশগ্রহণ করেন আল্লামা কাযী মুহাম্মদ মুঈন উদ্দীন আশরাফী, আল্লামা আবুল কাশেম নূরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ খোরশেদ আলম। উপস্থিত ছিলেন মাওলানা কাযী মুহাম্মদ আবুল এরফান হাশেমী, মাওলানা ইদ্রিছ আনছারী আলকাদেরী, কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, মাওলানা কাযী মুহাম্মদ বাহা উদ্দিন হাশেমী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ