Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই -ল²ীপুরে ওমর ফারুক চৌধুরী

| প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

এস এম বাবুল(বাবর), ল²ীপুর থেকে : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। উন্নয়ন ও গণতন্ত্রেরা ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই। শেখ হাসিনার সরকার, উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাস করে তাই তার নেতৃত্বে যুদ্ধ ছাড়াই সমুদ্র সীমা জয় করে দেশের মানচিত্র বৃদ্ধি করা হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ল²ীপুর শহরের আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এ সব কথা বলেন। তিনি আরো বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো যখন নিরবে চেয়েছিল তখন শেখ হাসিনা বাংলাদেশে তাদের আশ্রয় দিয়ে বিশ্বে মানবতার জননী হিসেবে পরিচয় দিয়েছেন।
যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, দেশ বিকশিত হবে, যখন দেশের যুবকরা উজ্জিবিত হবে। যুবকরাই দেশের চালিকা শক্তি, কারন যুবক বয়সেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, জ্ঞানী মানুষ, এমনকি যুবক বয়সেই আল্লাহর এবাদতের সঠিক সময়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ সেই ধরনের যুবকদেরই সু-সংগঠিত কর্মী বান্ধব সংগঠন। তাই আমি আশা করি আগামী নির্বাচনে যুবলীগের নেতৃত্বে শেখ হাসিনার সরকার তৃতীয় বারের মত সরকার গঠন করবে।
ল²ীপুর জেলা যুবলীগের আহবায়ক এ কে এম সালাহ্উদ্দিন টিপুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ল²ীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল. ল²ীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্যা (আল-মামুন) ল²ীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, ল²ীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব এম এ তাহের, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এহ্সানুল কবির জগলুল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতা, সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিন, সহ-সম্পাদক রবিউল আলম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল রিপন, বায়েজিদ ভ‚ঁইয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ