Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গোপসাগরে পাঁচ ট্রলারে ডাকাতি তিন মাঝিসহ ট্রলার অপহরণ

| প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পাঁচটি ট্রলারে ডাকাতি শেষে তিন মাঝিসহ একটি ট্রলার অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে দিকে সোনার চর থেকে গভীর সমুদ্রে এ ডাকাতি সংগঠিত হয়। ডাকাতরা জেলেদের মারধর করে জাল, মাছসহ ট্রলারের সকল মালামাল লুটপাট চালায়। এসময় ডাকাতরা এফবি কর্নফুলীর জয়নাল মাঝি, এফবি আল-মামুনের জলিল মাঝি এবং এফবি আল-মাইনের আনোয়ার মাঝিসহ এফবি ফরকত নামের একটি ট্রলার ডাকাতরা নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা ট্রলার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা, জেলে সমিতি এবং ফেরত আসা ট্রলারের জেলেরা। ডাকাতির শিকার পাঁচটি ট্রলার হল- এফবি কর্নফুলী, এফবি আল-মামুন, এফবি আল-মাইন, এফবি সাদিয়া, এফবি ফরকত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ