Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণতন্ত্র অব্যাহত রাখায় অবদান রাখবে সেনাবাহিনী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সাভার সেনানিবাসে প্রধানমন্ত্রী
দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, সেবা ও কর্তব্যপরায়ণতার মাধ্যমে সেনাসদস্যরা জনগণের শ্রদ্ধা, ভালোবাসা এবং সমগ্র জাতির আস্থা অর্জন করেছে। উপস্থিত সব সেনা সদস্যের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস নিয়ে দেশের সেবা এবং জনগণের সেবা করে যেতে হবে। দেশের উন্নয়নে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে, যেন বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি। গতকাল বৃহস্পতিবার সাভার সেনানিবাসে মিলিটারি পুলিশ কোর (সিএমপি)-র বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০১৭, কোর পুনর্মিলনী এবং সিএমপি সেন্টার এন্ড স্কুলকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন বাস্তবায়নের ক্রমধারায় আজ বাংলাদেশ সেনাবাহিনী দেশের গুন্ডি পেরিয়ে বিশ্ব দরবারে একটি সুশৃঙ্খল ও আধুনিক সেনাবাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। আধুনিকায়ন ও পেশাদারিত্ব বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও উন্নয়নের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে এবং সেনাসদস্যদের আরও নিষ্ঠার সঙ্গে দেশমাতৃকার কাজে উদ্বুদ্ধ করবে। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত আমাদের সেনাবাহিনী দেশের আস্থা ও গর্বের প্রতীক। দেশপ্রেমিক ও পেশাদার এই বাহিনী দেশের ভূখন্ড ও সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি দেশের যেকোন প্রয়োজনে সর্বদাই সর্বোচ্চ আস্থা ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের নিবেদিত করে। ২০২১ সালে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসাবে স্বীকৃতি অর্জন করেছে। কিন্তু বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয়ী দেশ, আমরা নিম্ন থাকব না, আমরা নিশ্চয় ২০২১ সালের মধ্যে এই দেশকে মধ্য আয়ের দেশ হিসাবে প্রতিষ্ঠিত করব। বিদ্যুৎ সমস্যা সমাধানের কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, আজ ৮০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। ইতোমধ্যে ১৫ হাজার ৮২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি। ২০২১ সালের মধ্যে কোনো ঘর অন্ধকারে থাকবে না। প্রতি ঘরেই আমরা আলো জ্বালতে সক্ষম হব। বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকদের ফেরত নিতে আবারও দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা চাই, মিয়ানমারের প্রতি আমাদের আহ্বান, তাদের নাগরিক তারা যেন দ্রুত ফেরত নিয়ে যায়। কয়েক যুগ ধরে ৪ লাখের বেশি রোহিঙ্গার বাংলাদেশে অবস্থানের মধ্যে গত অগাস্টে রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা শুরু হলে বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের ঢল নামে। প্রায় তিন মাসে নতুন করে আসা রোহিঙ্গার সংখ্যা ইতোমধ্যে সোয়া ৬ লাখ ছাড়িয়েছে। প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহম্মদ শফিউল হক এবং জিওসি অব আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীকে সুসজ্জিত একটি সেনাদল রাষ্ট্রীয় সালাম জানায় এবং প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন করেন। অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিকী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, কর্নেল কমান্ড্যান্ট অব দ্য সিএমপি এন্ড স্কুল মেজর জেনারেল মিয়া মুহম্মদ জয়নুল আবেদীন, সংসদ সদস্য, বিদেশি কূটনিতিক, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সিএমপির কর্মরত কর্মকর্তা ও অবসরে থাকা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মনোজ্ঞ ও আড়ম্বরপূর্ণ জাতীয় পতাকা (ন্যাশনাল ষ্ট্যান্ডার্ড) প্রদান প্যারেডের পর প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথি, কোর অব মিলিটারি পুলিশের চাকুরিরত ও অবসরপ্রাপ্ত সকল সদস্যদের সাথে প্রীতিভোজে অংশগ্রহণ করেন। প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে সেনাবাহিনী প্রধান আমন্ত্রীত অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

 



 

Show all comments
  • Mahfuz ২৪ নভেম্বর, ২০১৭, ২:২১ এএম says : 1
    হঠাৎ সেনাবাহিনীর প্রশংসায় মেতে উঠছে ব্যাপার কি?? সামনে নির্বাচন তাই?? সেনাবাহিনী হাতে রাখতে পারলে তো আর কোন কথাই নাই।
    Total Reply(0) Reply
  • Abdur Rob ২৪ নভেম্বর, ২০১৭, ২:২২ এএম says : 0
    তাহলে আপনি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে এবং তাতে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন কেন করছেন না?
    Total Reply(0) Reply
  • Foisal Mahmud ২৪ নভেম্বর, ২০১৭, ২:২৩ এএম says : 0
    দেশের প্রতি-দেশের মানুষের প্রতি যার ভালোবাসা রয়েছে অবিরল, দেশরত্ন শেখ হাসিনা'র প্রতি আল্লাহর রহমত হোক অর্ণগল
    Total Reply(0) Reply
  • Abdur Razzak ২৪ নভেম্বর, ২০১৭, ২:২৪ এএম says : 0
    Need to fair election in Bangladesh.
    Total Reply(0) Reply
  • Athier Rahman Pilot ২৪ নভেম্বর, ২০১৭, ২:২৫ এএম says : 0
    গণতন্ত্র অব্যাহত রাখতে সেনাবাহিনীর অবদান যদি স্বীকার্যই হয়। তাহলে গণতন্ত্র অব্যাহত রাখতে নাগরিক অধিকার প্রয়গে, সেনাবাহিনীকে সর্বোচ্চ নিয়ন্ত্রকের ভূমিকায় মোতায়ন করতে এতো সমস্যা কেন ?
    Total Reply(0) Reply
  • Yousuf Parvas ২৪ নভেম্বর, ২০১৭, ২:২৬ এএম says : 0
    গণতন্ত্র অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সেনাবাহিনী চাই
    Total Reply(0) Reply
  • Alamgir Hossain ২৪ নভেম্বর, ২০১৭, ২:২৭ এএম says : 0
    আশা করি আপনি নির্বাচনেও সেনাবাহিনী ব্যবহারের জন্য সিইসিকে অনুরোধ করবেন
    Total Reply(0) Reply
  • তামিম ২৪ নভেম্বর, ২০১৭, ২:২৮ এএম says : 0
    সেনাবাহিনীই বাংলাদেশের মানুষের জন্য একমাত্র শেষ ভরশা
    Total Reply(0) Reply
  • কামরুজ্জামান ২৪ নভেম্বর, ২০১৭, ২:২৯ এএম says : 0
    সেনাবাহিনীর আধুনিকায়ন এখন সময়ের দাবি
    Total Reply(0) Reply
  • খোরশেদ ২৪ নভেম্বর, ২০১৭, ২:৩০ এএম says : 0
    এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পূর্ণ একমত পোষণ করছি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনাবাহিনী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ